সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আলাপ-আলোচনা পর্ব সেরে প্রার্থীতালিকা সবেমাত্র প্রকাশিত হয়েছে৷ ২৪ ঘণ্টাও কাটেনি৷ একমুহূর্ত সময় নষ্ট না করে এর মধ্যেই প্রচারে নেমে পড়েছেন সিপিএম প্রার্থীরা৷ শনিবার সকাল থেকে শহরে এবং সংলগ্ন বিভিন্ন কেন্দ্রে নিজেদের প্রচার সারলেন তাঁরা৷
কলকাতা দক্ষিণ কেন্দ্র থেকে এবছর প্রার্থী হয়েছেন অধ্যাপিকা নন্দিনী মুখোপাধ্যায়৷ এই কেন্দ্রে তাঁর লড়াই তৃণমূলের আরেক জনপ্রিয় নেত্রী মালা রায়ের বিরুদ্ধে৷ শুক্রবার প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর রাত থেকেই শুরু হয়েছে দেওয়াল লিখন৷ নন্দিনী মুখোপাধ্যায়কে কাস্তে, হাতুড়ি, তারা চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান ছড়িয়ে পড়েছে৷ আর এদিন সকালে প্রচারে বেড়িয়ে নিজের হাতেই দেওয়াল লিখলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপিকা৷কসবা এলাকায় ঘরে ঘরে গিয়ে নিজের জন্য চাইলেন সমর্থন৷ বাড়ির মহিলা, গৃহবধূদের সঙ্গেও জনসংযোগ করলেন৷ শান্ত, মিতভাষী প্রার্থীর ব্যবহার অনেকের মন ছুঁয়েছে বলেই দাবি দলের কর্মী, সমর্থকদের৷ তবে তা ভোটবাক্সে কতটা প্রভাব ফেলতে পারে, তা বোঝা যাবে আগামী ২৩ মে, লোকসভা নির্বাচনের ফলঘোষণার দিন৷
আরেকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র যাদবপুরে এবার সিপিএমের হয়ে নির্বাচনে লড়ছেন কলকাতার প্রাক্তন মেয়র, আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য৷ দীর্ঘদিন ধরে তিনি বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত৷ সংসদীয় গণতন্ত্রে লড়াই করার অভিজ্ঞতাও রয়েছে৷ তিনিও কালক্ষেপ না করে আজ সকাল থেকেই প্রচার শুরু করেছেন৷ বারুইপাড়া এলাকায় রাস্তায় ঘুরে ঘুরে জনসমর্থনের আবেদন জানান৷ পথচলতি মানুষজন, দোকানে দোকানে গিয়ে ভোটপ্রার্থনা করেন৷ উঠে পড়েন পথচলতি একটি টোটোয়৷ বিকাশরঞ্জনের হয়ে এদিন ভোটপ্রচারে শামিল ছিলেন যাদবপুরের সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী৷ এবারে তাঁর লড়াই আরও কঠিন৷ তৃণমূলের হয়ে ওই কেন্দ্রে লড়ছেন তারকা প্রার্থী মিমি চক্রবর্তী৷ রাজনৈতিক মহলের একাংশ যাদবপুর কেন্দ্রে মিমির জয় নিয়ে নিশ্চিত৷ ডায়মন্ড হারবার কেন্দ্রের সিপিএম প্রার্থী ডাক্তার ফুয়াদ হালিম৷ তিনিও শনিবার কর্মী, সমর্থকদের নিয়ে প্রচারে বেরোলেন৷
দমদম কেন্দ্রে সিপিএম-এর হয়ে লড়ছেন সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য নেপালদেব ভট্টাচার্য৷ তিনি এদিন সকালে নাগেরবাজার এলাকা থেকে প্রচার শুরু করেছেন৷ রাস্তার ধারে দোকান এবং ক্রেতাদের সঙ্গে জনসংযোগ করেন৷ সঙ্গে ছিলেন স্থানীয় সিপিএম কর্মী, সমর্থকরা৷ এখানে তাঁর বিরুদ্ধে লড়ছেন তৃণমূল প্রার্থী, কয়েকবারের সাংসদ সৌগত রায়৷ নেপালদেবের লড়াই এখানে বেশ কঠিন বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.