সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: লড়াই কঠিন৷ বারবার পড়তে হচ্ছে আক্রমণের মুখে৷ কিন্তু তাতেও বিপক্ষকে একচুল জমি ছাড়তে নারাজ ডায়মন্ড হারবার কেন্দ্রের বামপ্রার্থী ডাঃ ফুয়াদ হালিম৷ প্রতিপক্ষ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ওই কেন্দ্রের বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রত্যেকদিনই প্রচারে ঝড় তুলছেন তিনি৷ বুধবারও বর্ণাঢ্য শোভাযাত্রা করে বামপ্রার্থীর হয়ে বজবজ বিধানসভায় প্রচার করলেন বিধানসভায় বামেদের পরিষদীয় দলনেতা তথা যাদবপুরের বিধায়ক সুজন চক্রবর্তী৷
[আরও পড়ুন: নির্বাচনী প্রচারে বিপত্তি, গোয়ালতোড়ে মঞ্চ ভাঙল নুসরতের]
এদিন বজবজের বঙ্কিমচন্দ্র ভবন থেকে বিশাল গাড়ির মিছিল করে রোড শো শুরু করেন দুই বাম নেতা৷ সিপিএমের কর্মী-সমর্থকদের নিয়ে বজবজ বিধানসভার একাধিক এলাকায় পথ পরিক্রমা করেন তাঁরা৷ প্রখর রোদ উপেক্ষা করে প্রচুর সংখ্যায় সিপিএম কর্মীদের এই রোড শোতে অংশগ্রহণ করতে দেখা গিয়েছে৷ সময়ের সঙ্গে সঙ্গে মিছিলে ভিড় বেড়েছে মিছিলে৷ পথচলতি সাধারণ মানুষকেও বলতে শোনা গিয়েছে, ‘সিপিএমকে নতুন উদ্যমে আবার ময়দানে নামতে দেখে ভাল লাগছে।’ যা নয়া উদ্যম জুগিয়েছে মিছিলে উপস্থিত বাম নেতা-কর্মীদের মধ্যে৷
[আরও পড়ুন: কর্তব্যরত মহিলা কর্মীকে দিয়ে ম্যাসাজ করাচ্ছেন এসআই, ফাঁস চাঞ্চল্যকর ভিডিও ]
এদিনের মিছিলে দলীয় কর্মীদের উৎসাহ দেখে রীতিমতো খুশি সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, ‘‘আমাদের এদিনের রোড শো মূলত ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বজবজ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা পরিক্রমা করেছে। সাধারণ মানুষের এই মিছিল ঘিরে ছিল যথেষ্ট উৎসাহ দেখিয়েছে। পথচলতি মানুষ অনেকেই এদিন আমাদের জানিয়েছেন যে, এবার তাঁরা যেন অন্তত ভোটটা দিতে পারি৷ সেই ব্যবস্থা করুন। আমি বলছি, ডায়মন্ড হারবার কেন্দ্রে এবার পরিবর্তন আসবেই৷ কেবল নির্বাচন কমিশনকে যথাযথ ব্যবস্থা নিতে হবে, যাতে মানুষ নিজের ভোট নিজে দিতে পারেন।’’ পাশাপাশি তিনি একযোগে আক্রমণ করেন বিজেপি ও তৃণমূলকে৷ জানান, যে পাঁচদফা ভোট সম্পন্ন হয়েছে তাতে বিজেপি ও তৃণমূল প্রার্থীদের ছোটাছুটি, মারামারি করতে দেখা গিয়েছে৷ এই অস্থিরতা আসলে ওই দু’টি দলের প্রার্থীদের হতাশার প্রমাণ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.