Advertisement
Advertisement
Panchayat Poll

Panchayat Poll: মনোনয়ন জমা দিয়ে ফেরার পথে ডাম্পারের চাকায় পিষ্ট CPM প্রার্থী, নিছক দুর্ঘটনা নাকি খুন?

কোচবিহারে চাঞ্চল্য।

CPM candidate died in accident while returning from nomination in Cooch Behar | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Paramita Paul
  • Posted:June 13, 2023 7:00 pm
  • Updated:June 15, 2023 4:30 pm  

বিক্রম রায়, কোচবিহার: ভোটে (WB Panchayat Election 2023) দাঁড়ানোর স্বপ্নপূরণ হল না। মনোনয়ন জমা দিয়ে ফেরার পথে ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল সিপিএম (CPM) পঞ্চায়েত প্রার্থীর। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে কোচবিহারের শীতলকুচির বাউদিয়া এলাকায়। স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সিপিএমের দাবি, এই মৃত্যু স্বাভাবিক নয়, এর পিছনে গভীর চক্রান্ত রয়েছে।

৪৫ বছরের আয়েশা বিবি খলিসমারি গ্রাম পঞ্চায়েতে সিপিএমের (CPM) প্রার্থী হয়েছিলেন। বিডিও অফিসে মনোনয়নপত্র জমা করে দুপুরে ছেলে আজাদের স্কুটিতে চেপে ফিরছিলেন তিনি। বাজারের কাছে দ্রুত গতিতে ঢুটে আসা একটি ডাম্পার সজোরে স্কুটিতে ধাক্কা মারে। পড়ে যেতেই আয়েশা বিবির উপর দিয়ে চলে যায় ডাম্পারটি। হেলমেট থাকায় রক্ষা পায় আজাদ। কিন্তু গুরুতর জখম হন পঞ্চায়েত ভোটের (Panchayat Poll) সিপিএমের প্রার্থী।

Advertisement

[আরও পড়ুন: ‘ভোট মানেই প্রাণঘাতী’, নাম শুনলেই আঁতকে ওঠে CPM-এর হাতে প্রাণ যাওয়া TMC সমর্থকের পরিবার]

স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ তাঁকে উদ্ধার করে শীতলকুচি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করেন। চিকিৎসাধীন অবস্থা তাঁর মৃত্যু হয়। ঘাতক ডাম্পারটিকে আটক করেছে শীতলকুচি থানার পুলিশ। তবে চালক পলাতক। পুলিশ জানিয়েছে, রাস্তার সংস্কারের কাজে একটি ডাম্পার স্কুটিতে ধাক্কা মারে। তাতেই ওই মহিলার মৃত্যু হয়েছে। তবে সিপিএমের আশঙ্কা, এই দুর্ঘটনার পিছনে ষড়যন্ত্র হয়েছে। তাঁরা খুনের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তদন্তে নেমেছে পুলিশ।

[আরও পড়ুন: বাড়ানো হল না মনোনয়নের সময়সীমা, ৭ স্পর্শকাতর জেলায় কেন্দ্রীয় বাহিনী, রায় হাই কোর্টের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement