Advertisement
Advertisement

৬০০ কর্মীর রাত্রিবাস, আঠাশ কিলোমিটার পদযাত্রা হুগলি সিপিএমের

পাতপেড়ে খিচুড়ি খেলেন সূর্য-রবীন।

CPM arrange big rally in Hooghly Zila
Published by: Utsab Roy Chowdhury
  • Posted:January 20, 2019 9:26 pm
  • Updated:January 29, 2019 7:52 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক যেন চারমাস আগের ঘটনাকে ফের সামনে নিয়ে এল হুগলি জেলা সিপিএম। সিঙ্গুর থেকে কলকাতা পদযাত্রা হয়েছিল সেপ্টেম্বর মাসে। আর রবিবার তারকেশ্বর থেকে কামারপুকুর পর্যন্ত একইরকম পদযাত্রা করল এই জেলার সিপিএমের কৃষক সংগঠন। তারপর সন্ধ্যায় মিছিলের পর আরামবাগে দলীয় কর্মীদের বাড়িতেই রাত্রিবাস করলেন অন্তত ৬০০ জন। ঠিক যেমনটা হয়েছিল সিঙ্গুরের মিছিলে। ছিলেন জেলা সম্পাদক দেবব্রত ঘোষ, প্রাক্তন সম্পাদক সুদর্শন রায়চৌধুরির মতো নেতারা। আবার কিছু কর্মী দলীয় অফিসেও রাত্রিবাস করেন। মূলত, জনসংযোগ নিবিড় করতেই রাত্রিবাসের পরিকল্পনা করল হুগলি জেলা সিপিএম। তবে সূর্যকান্ত মিশ্র কলকাতায় ফিরে আসেন।

[নিথর মা’কে জাগিয়ে তোলার চেষ্টা, বেদনার প্রতিচ্ছবি কাটোয়ায়]

রবিবার সকাল দশটায় তারকেশ্বর জয়কৃষ্ণ বাজার থেকে মিছিল শুরু হয়। শুরু থেকে শেষপর্যন্ত প্রায় ২৮ কিলোমিটার পথ কর্মীদের সঙ্গেই হেঁটেছেন সূর্যকান্ত মিশ্র। দুপুরে পুরশুড়ায় তাঁদের সঙ্গেই পাত পেড়ে খিচুড়ি আর বাঁধাকপির তরকারি দিয়ে মধ্যাহ্নভোজন সেরেছেন। হুগলি জেলা সিপিএমের দাবি, আরামবাগে রাত্রিবাস করছেন অন্তত ৬০০ দলীয় কর্মী। সন্ধ্যায় মশাল মিছিল হয়েছে। সকালে টিফিন খেয়ে ফের তাঁরা মিছিলে অংশ নেবেন। আবারও রাস্তায় বেরোবেন। থাকার কথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর। পদযাত্রাকে কেন্দ্র করে ব্যাপক পুলিশি ব্যবস্থা ছিল।

Advertisement

[টানটান ফিল্মি উত্তেজনা, রাতভর চোর-পুলিশ গুলিযুদ্ধ বর্ধমান থেকে হুগলি]

ব্রিগেডের সভার প্রস্তুতি হিসাবে এই মিছিলে কৃষক ও কৃষি শ্রমিকদের পাশাপাশি অন্য শাখা সংগঠনের কর্মী-সমর্থকরাও অংশ নেন। মিছিলের শুরু এবং শেষে সংবাদমাধ্যমের কাছে সূর্যকান্ত মিশ্র বলেন, শনিবার ব্রিগেডের মিছিল থেকে তৃণমূল ও অন্য রাজনৈতিক দলগুলো বিজেপির বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছে, বামেরা চার বছর আগেই এই দাবিই তুলে আসছে। তবে ঘটনা হল তৃণমূল যে অভিযোগ করছে বামেরাও রাজ্য সরকারের বিরুদ্ধে সেই একই অভিযোগ করছে। তাই বামেদের মিছিলকে আরও বড় করতে হবে। তাই এদিনের মিছিল করা হল। তৃণমূলের ব্রিগেড সমাবেশের তুলনা করে সূর্যকান্ত মিশ্রও এদিন দাবি করেছেন রাজ্য থেকেই কেন্দ্রের সরকার বদল হবে। আলু-সহ অন্য ফসলের ন্যার্য দাম, অসহিষ্ণুতার বাড়বাড়ন্ত-সহ ব্রিগেড সমাবেশের প্রস্তুতিকে কেন্দ্র করে এদিনের মিছিল ছিল চোখে পড়ার মতো। সূর্যকান্ত মিশ্র ছাড়াও রবীন দেব এবং হুগলি জেলা সিপিএমের নেতারা অংশ নেন। তবে জেলায় শরিক দলের কোনও নেতাকে দেখা যায়নি। সোমবার মিছিল শুরু হবে আরামবাগ থেকে। শেষ হবে কামারপুকুরে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement