Advertisement
Advertisement
CPI(M)

বাড়িতে অশৌচ, ধুতি ও শাল গায়ে মিছিলে সিপিএম কর্মী

আগে মানুুষ তারপর পরিবার, বলছেন ওই সিপিএম কর্মী।

CPI(M) worker Manas banerjee joined lok sabha candidates rally.
Published by: Soumya Mukherjee
  • Posted:April 6, 2019 1:10 pm
  • Updated:May 21, 2020 8:30 am  

চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, আসানসোল: হুড খোলা গাড়িতে চলেছেন সিপিএম প্রার্থী৷ সামনে ও পিছনে মানুষের মিছিল৷ মুখে স্লোগান, হাতে লাল ঝান্ডা৷ অনেকের মাথায় কাস্তে হাতুড়ি আঁকা লাল টুপি৷ তপ্ত রোদে এই মিছিলে বেমানান এক ব্যক্তি৷

[আরও পড়ুন-এখনও গ্রাহ্য হয়নি ইস্তফাপত্র, রানাঘাটের চিকিৎসক প্রার্থীকে নিয়ে বিড়ম্বনায় বিজেপি]

Advertisement

লাল পার্টির মিছিলে আলাদা করে নজর কাড়লেন ধুতি পরিহিত ও শাল গায়ে উসকো খুসকো চুলের এক ব্যক্তি৷ তিনিও হেঁটে চলেছেন মিছিলে৷ মুখে স্লোগান৷ সিপিএমের ওই পার্টি কর্মীর নাম মানস বন্দ্যোপাধ্যায়৷ কাকা মারা গিয়েছেন চারদিন আগে৷ বাড়িতে শোকের আবহের মধ্যেই চলছে অশৌচ পালন৷

তিনদিন ধরে ফল মিষ্টি খাওয়ার পর শুক্রবারই হবিষ্যান্ন খাওয়ার কথা৷ বাড়িতে অনেক কাজ৷ তবু তারই মাঝে মিছিলে হাঁটতে দেখা গেল বামপন্থী ওই কর্মীকে৷ সিপিএম কর্মী মানস বন্দ্যোপাধ্যায় কুলটির রাধানগর থেকে হাজির হয়েছিলেন আসানসোলের সিপিএম প্রার্থী গৌরাঙ্গ চট্টোপাধ্যায়ের মনোনয়নপত্র জমা দেওয়ার মিছিলে৷

[আরও পড়ুন-‘পাহাড় রক্ষায় বিজেপিকে হারান’, নির্বাচনী সভায় আহ্বান মমতার]

সংসার চালানোর জন্য টিউশনি করেন। আর বাকিটা সময় সারাবছর পার্টির জন্য কাজ করেন৷ স্থানীয় সিপিএম নেতৃত্ব সূত্রে জানা গিয়েছে, গত পুরভোটে তিনি সিপিএমের প্রার্থীও হয়েছিলেন তবে হেরে যান৷ কাকা মারা যাওয়ার পর নিয়ম পালনের জন্য শরীর এখনও দুর্বল৷ তবু এই গরমে ঠিক মিছিলে হাজির হয়েছেন তিনি৷ মানসবাবুর কথায়, যে নীতি ও আদর্শ নিয়ে বামপন্থীরা কাজ করেন তাতে মানুষ আগে তারপর পরিবার৷ ভোটের বাজারে বিভিন্ন দলের নেতা-কর্মীরা যখন নোটের পিছনে দৌড়তে ব্যস্ত ! ক্ষমতা দখলের লড়াইতে নেমে একে-অপরের বিরুদ্ধে অস্ত্রে শান দিচ্ছে! তখন মানসবাবুর মতো মানুষরা নিঃস্বার্থ রাজনীতি কাকে বলে তার উদাহরণ তৈরি করছেন বলেই অভিমত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement