রমণী বিশ্বাস, তেহট্ট: রাজ্যের বেশিরভাগ সমবায় নির্বাচনে সবুজ ঝড়। তারই মাঝে তেহট্ট কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে নিজেদের গড় সুরক্ষিত রাখল বামেরা। ছ’টি আসন নিজেদের দখলে রাখল তৃণমূল। তবে নির্বাচনে খাতাই খুলতে পারল না বিজেপি।
রবিবার তেহট্ট কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট আসন সংখ্যা ৭২। ভোটার ১ হাজার ৭৯৯ জন। ভোটের ফলপ্রকাশের পর দেখা যায় আবারও বিপুল জয় পেয়েছে বামেরা। মোট ৭২ জন প্রার্থীর মধ্যে ৬৬ আসনে জয়লাভ করেছে সিপিএম। বাকি ৬টি আসন পেয়েছে তৃণমূল। সমবায় নির্বাচনে খাতাই খুলতে পারেনি বিজেপি।
১৯৭৭ সালের পর থেকে এই সমবায় সমিতির পরিচালন কমিটির ক্ষমতায় বামেরা। এবারও তার অন্যথা হল না। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে সমবায় নির্বাচনের সাফল্য বাম কর্মী-সমর্থকদের মনোবল যে আরও বাড়িয়ে দেবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। উল্লেখ্য, এর আগে নদিয়ায় পুরভোটে কার্যত সকলকে অবাক করে দিয়েছিল বামেরা। সবুজ ঝড়ের মাঝেও তাহেরপুর পুরসভা জিতে নেয় সিপিএম। ১৩টি ওয়ার্ড বিশিষ্ট এই পুরসভার ৮টিই নিজেদের দখলে রাখে বামেরা। বাকি ৫টি ওয়ার্ডে জেতে তৃণমূল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.