Advertisement
Advertisement

সূর্যের উপর হামলার অভিযোগে সরব বামেরা

পথে নেমে প্রতিবাদ বামেদের...

CPIM strongly condemns the attack by TMC workers on cpim west bengal State Secretary SurjyaKanta Mishra
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 18, 2016 1:26 pm
  • Updated:November 18, 2016 1:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাম প্রার্থীর সমর্থনে উপনির্বাচনে প্রচারে বেরিয়ে প্রহৃত সূর্যকান্ত মিশ্র৷ বৃহস্পতিবার রানিচকে সিপিএমের প্রচার মিছিলে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে৷

সূত্রের খবর, প্রচারের শেষ দিনে বাম প্রার্থী মন্দিরা পণ্ডার হয়ে হলদিয়া ও তমলুকে প্রচার করছিলেন সূর্যকান্ত মিশ্র৷ তাঁর সঙ্গে ছিলেন রবীন দেব-সহ অন্যান্য শীর্ষ নেতারা৷ হলদিয়ার রানিচকে সূর্যকান্তের উপরে কয়েকজন যুবক হামলা চালায় বলে অভিযোগ৷ তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে৷ ছিঁড়ে দেওয়া হয় তাঁর জামাও৷

Advertisement

সিপিএমের তরফে দাবি করা হয়েছে, পুলিশের সামনেই তৃণমূলের সদস্যরা সূর্যবাবুকে মারধর করলেও প্রশাসন নীরব দর্শকের ভূমিকা নেয়৷ ঘটনার বিরুদ্ধে সোচ্চার বাম সমর্থকরা ধর্মতলা অবরোধ করে প্রতিবাদ দেখান৷ ঘটনার প্রতিবাদে সুজন চক্রবর্তী টুইট করে জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ বিক্ষোভকারীদের উপর হামলা চালায়৷ এই ঘটনাকে গণতন্ত্রের হত্যা বলেও দাবি করেন সুজনবাবু৷ আক্রান্ত সূর্যবাবু জানিয়েছেন, রাস্তায় নেমে এই ঘটনার প্রতিবাদ জানানো হবে৷ এভাবে বামেদের আন্দোলন থামানো যাবে না৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement