Advertisement
Advertisement

Breaking News

সূর্যের উপর হামলার অভিযোগে সরব বামেরা

পথে নেমে প্রতিবাদ বামেদের...

CPIM strongly condemns the attack by TMC workers on cpim west bengal State Secretary SurjyaKanta Mishra
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 18, 2016 1:26 pm
  • Updated:November 18, 2016 1:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাম প্রার্থীর সমর্থনে উপনির্বাচনে প্রচারে বেরিয়ে প্রহৃত সূর্যকান্ত মিশ্র৷ বৃহস্পতিবার রানিচকে সিপিএমের প্রচার মিছিলে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে৷

সূত্রের খবর, প্রচারের শেষ দিনে বাম প্রার্থী মন্দিরা পণ্ডার হয়ে হলদিয়া ও তমলুকে প্রচার করছিলেন সূর্যকান্ত মিশ্র৷ তাঁর সঙ্গে ছিলেন রবীন দেব-সহ অন্যান্য শীর্ষ নেতারা৷ হলদিয়ার রানিচকে সূর্যকান্তের উপরে কয়েকজন যুবক হামলা চালায় বলে অভিযোগ৷ তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে৷ ছিঁড়ে দেওয়া হয় তাঁর জামাও৷

Advertisement

সিপিএমের তরফে দাবি করা হয়েছে, পুলিশের সামনেই তৃণমূলের সদস্যরা সূর্যবাবুকে মারধর করলেও প্রশাসন নীরব দর্শকের ভূমিকা নেয়৷ ঘটনার বিরুদ্ধে সোচ্চার বাম সমর্থকরা ধর্মতলা অবরোধ করে প্রতিবাদ দেখান৷ ঘটনার প্রতিবাদে সুজন চক্রবর্তী টুইট করে জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ বিক্ষোভকারীদের উপর হামলা চালায়৷ এই ঘটনাকে গণতন্ত্রের হত্যা বলেও দাবি করেন সুজনবাবু৷ আক্রান্ত সূর্যবাবু জানিয়েছেন, রাস্তায় নেমে এই ঘটনার প্রতিবাদ জানানো হবে৷ এভাবে বামেদের আন্দোলন থামানো যাবে না৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement