সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাম প্রার্থীর সমর্থনে উপনির্বাচনে প্রচারে বেরিয়ে প্রহৃত সূর্যকান্ত মিশ্র৷ বৃহস্পতিবার রানিচকে সিপিএমের প্রচার মিছিলে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে৷
সূত্রের খবর, প্রচারের শেষ দিনে বাম প্রার্থী মন্দিরা পণ্ডার হয়ে হলদিয়া ও তমলুকে প্রচার করছিলেন সূর্যকান্ত মিশ্র৷ তাঁর সঙ্গে ছিলেন রবীন দেব-সহ অন্যান্য শীর্ষ নেতারা৷ হলদিয়ার রানিচকে সূর্যকান্তের উপরে কয়েকজন যুবক হামলা চালায় বলে অভিযোগ৷ তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে৷ ছিঁড়ে দেওয়া হয় তাঁর জামাও৷
Attacks cannot break our resolve of fighting back. Our voices cannot be stifled. We will go on to raise People’s issues from d streets.
— Surjya Kanta Mishra (@SurjyaKMishra) November 17, 2016
সিপিএমের তরফে দাবি করা হয়েছে, পুলিশের সামনেই তৃণমূলের সদস্যরা সূর্যবাবুকে মারধর করলেও প্রশাসন নীরব দর্শকের ভূমিকা নেয়৷ ঘটনার বিরুদ্ধে সোচ্চার বাম সমর্থকরা ধর্মতলা অবরোধ করে প্রতিবাদ দেখান৷ ঘটনার প্রতিবাদে সুজন চক্রবর্তী টুইট করে জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ বিক্ষোভকারীদের উপর হামলা চালায়৷ এই ঘটনাকে গণতন্ত্রের হত্যা বলেও দাবি করেন সুজনবাবু৷ আক্রান্ত সূর্যবাবু জানিয়েছেন, রাস্তায় নেমে এই ঘটনার প্রতিবাদ জানানো হবে৷ এভাবে বামেদের আন্দোলন থামানো যাবে না৷
CM’s police attacked &arrested demonstrators in kolkata protesting attack on @SurjyaKMishra. Murder of democracy is d order in Bengal today
— Dr.Sujan Chakraborty (@Sujan_Speak) November 17, 2016
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.