Advertisement
Advertisement
Covid-19 news in Bengali: One more doctor dies of Corona Virus at Naihati

দুস্থদের চিকিৎসা করতেন মাত্র ৫ টাকায়, চলে গেলেন নৈহাটির সেই ‘বিধান রায়’

অতিমারীর সময় একজন রোগীকেও ফিরিয়ে দেননি।

Covid-19 news in Bengali: One more doctor dies of Corona Virus at Naihati | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:September 15, 2020 8:55 am
  • Updated:September 15, 2020 8:55 am  

কৃষ্ণকুমার দাস: এবার কোভিডের (Covid 19) ছোবলে প্রাণ হারালেন উত্তর ২৪ পরগনার ‘নৈহাটির বিধান রায়’ নামে পরিচিত হিরন্ময় ভট্টাচার্য। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। পাঁচ টাকার ডাক্তার (Doctor) হিসাবে নৈহাটির (Naihati) পাশাপাশি গোটা ব্যারাকপুর মহকুমায় পরিচিত ছিলেন তিনি। নাড়ি টিপে দেখে স্বল্প ওষুধ দিয়ে রোগী সুস্থ করতেন বলে তাঁকে স্থানীয় বাসিন্দা রা নৈহাটির ‘বিধান রায়’ বলতেন।

মূলত চেস্ট স্পেশালিস্ট হলেও জেনারেল ফিজিশিয়ান হিসাবে সাধারণ গরীব রোগীদের কাছে ‘ভগবান’ ছিলেন। শিশু চিকিৎসাতেও তাঁর সুনাম ছিল। লকডাউন হওয়ার পর কোভিডের ভয়ে যখন কেউ রোগী দেখেননি তখনও তিনি নিয়মিত চেম্বার করতেন। এই অতিমারীর সময় একজন রোগীকেও ফিরিয়ে দেননি।

Advertisement

[আরও পড়ুন : কথা রাখলেন হাসিনা, পুজোর আগেই পেট্রাপোলে ঢুকল পদ্মার ইলিশ]

তীব্র শ্বাসকষ্ট নিয়ে শনিবার রাতে বেলঘরিয়ার একটি নার্সিংহোমে ভরতি হয়েছিলেন। তার আগে ক’দিন ধরে জ্বর ছিল। সোমবার রাত ১০,৩০ নাগাদ পর পর দু’বার হার্ট অ্যাট্যাক হওয়ার ধাক্কা সামলাতে পারেননি প্রয়াত চিকিৎসক। দিন কয়েক আগে ব্যারাকপুর মহকুমারই শ্যামনগরে প্রদীপ কুমার ভট্টাচার্য নামে আরেক জনপ্রিয় চিকিৎসক করোনা আক্রান্ত হয়ে বাইপাসের মেডিকা হাসপাতালে প্রয়াত হন। তিনিও গরিবের ডাক্তার হিসাবে শ্যামনগরের মানুষের খুবই কাছের মানুষ ছিলেন। ১৯৭৮ সালে রহড়া রামকৃষ্ণ মিশন থেকে মাধ্যমিক পাশ করা প্রয়াত হিরন্ময়বাবু আইএমএ রাজ্য শাখার একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুর খবরে শুধু নৈহাটি নয়, রাজ্যের চিকিৎসক মহলেও গভীর শোকের ছায়া নেমে আসে। এই নিয়ে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে বেশ কয়েকজন ডাক্তার প্রাণ হারালেন।

[আরও পড়ুন : বাগে আসছে না সংক্রমণ, বাংলায় মোট করোনার বলি ৪ হাজারেরও বেশি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement