সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহামারীর তৃতীয় ঢেউয়ের ধাক্কা সামলে আরও সুস্থতার পথে বাংলা। কমছে দৈনিক সংক্রমণ, মৃত্যুর হার। নিম্নমুখী অ্য়াকটিভ রোগীর সংখ্যাও। তবে এর মাঝেও কাঁটা হয়ে রয়েছে কলকাতার করোনা (Coronavirus) চিত্র। রাজ্য স্বাস্থ্যদপ্তরের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড (COVID-19) পজিটিভ হয়েছেন ২০০ জন। মৃত্যু হয়েছে ১১ জনের। যা রবিবারের চেয়ে বেশ কম। সংক্রমণের শীর্ষে কলকাতা। এখানে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৪৩ জন।
রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিন অনুযায়ী, এই মুহূর্তে পজিটিভিটি রেট ০.৯৪ শতাংশ, যা সামান্য ঊর্ধ্বমুখী। মাঝে এই হার কমে এসেছিল ০.৭০ শতাংশে। সেই তুলনায় সোমবারের পজিটিভিটি রেট কিছুটা চিন্তার। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ২১,৩৭১ টি। যার মধ্যে ০.৯৪ শতাংশ রিপোর্ট পজিটিভ। এই মুহূর্তে রাজ্যের অ্যাকটিভ রোগীর সংখ্যা ৪৪৪৩, যা আগেরদিনের তুলনায় হাজার কম। রাজ্যের মোট কোভিড পজিটিভ ২০,১৩,৫৫৩। সুস্থ হয়েছেন মোট ১৯,৮৭,৯৬৭ জন। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ ব্যক্তির সংখ্যা ১২৮৬। সুস্থতার হার এই মুহূর্তে ৯৮.৭৩ শতাংশ। যা বেশ স্বস্তিজনক বলেই মনে করছে স্বাস্থ্যমহল।
এবার আসা যাক জেলার পরিসংখ্য়ানে। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, সংক্রমণের শীর্ষে কলকাতা (Kolkata)। এখানে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩ জন। তারপর রয়েছে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। একদিনে সংক্রমিত ৪১ জন। এতদিন টানা এই জেলা থেকেই সবচেয়ে বেশি আক্রান্তের খবর মিলত। তবে মৃত্যুতে এই জেলাই প্রথম। এখানে ২৪ ঘণ্টায় করোনার বলি ৪ জন। করোনা যুদ্ধে সবচেয়ে এগিয়ে উত্তর দিনাজপুর ও ঝাড়গ্রাম। দুই জেলায় যথাক্রমে একদিনে সংক্রমিত ১ এবং ২ জন।
রাজ্যে আগামী ২৮ তারিখ পর্যন্ত চলছে কোভিড সংক্রান্ত বিধিনিষেধ। তবে অনেক কিছুতেই ছাড় রয়েছে। কমেছে নাইট কারফিউয়ের সময়সীমাও। আগামী ২৭ তারিখ রাজ্যের ১০৮ পুরসভার ভোট। তার জন্য যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে, সেদিকে নজর রেখেই বিধিনিষেধ জারি রেখেছে প্রশাসন। আর তারই সুফল হিসেবে সুস্থতার পথে দ্রুত এগিয়ে চলেছে রাজ্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.