ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা যুদ্ধে আরও এগোচ্ছে বাংলা (West Bengal)। কমছে দৈনিক সংক্রমণ, মৃত্যুর হার। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১,৮৯৪ জন। মৃত্যু হয়েছে ৩২ জনের। একদিনে করোনার কবল থেকে সুস্থ হয়ে ফিরেছেন ১,৯৯৪ জন। এ নিয়ে রাজ্যে সুস্থতার হার ৯৭.৩৪ শতাংশ।
টানা দেড়মাসেরও বেশি সময় ধরে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে রাজ্যে জারি কঠোর বিধিনিষেধ। কিছু ছাড় দিলেও অবাধে পথেঘাটে বেরনো, ভিড়, জমায়েত এড়াতে যথেষ্ট কড়া প্রশাসন। আর তারই সুফল মিলছে হাতেনাতে। প্রতিদিন একটু একটু সংক্রমণ কমতে কমতে এখন অনেকটাই নিয়ন্ত্রণে রাজ্যে কোভিড (COVID-19) পরিস্থিতি। তবে তার মধ্যেও উত্তর ২৪ পরগনা জেলার চিত্র মাথাব্যথার একমাত্র কারণ হয়ে উঠছে। কারণ, এ জেলাতেই এখনও দৈনিক করোনা সংক্রমণ দুই শতাধিক। তারপর কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা। এখানে দৈনিক আক্রান্তের সংখ্যা একশোর সামান্য বেশি। বারাকপুর অঞ্চলে সংক্রমণ মাথাচাড়া দিয়ে ওঠায় সেখানে স্থানীয় প্রশাসনের নির্দেশে ৭ দিনের জন্য চলছে লকডাউন। এছাড়া শনিবার দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর এলাকা এবং হাওড়ার ঘুসুড়ি, ডোমজুড়ে সাময়িকভাবে বাজার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৫৫ হাজার ৩৪৮টি, যার মধ্যে মাত্র ৩.৪২ শতাংশ রিপোর্ট পজিটিভ। কমেছে অ্যাকটিভ রোগীর সংখ্যাও। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় অ্যাকটিভ রোগী কমেছে ১৩২ জন। এই মুহূর্তে সেই সংখ্যা ২২ হাজার ৯৯। মোট করোনা রোগী ১৪ লক্ষ ৯৩ হাজার ১১৩। মারণ ভাইরাসের বলি রাজ্যের ১৭ হাজার ৫৮৩ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ১৪ লক্ষ ৫৩ হাজার ৪৩১ জন। তবে সম্প্রতি করোনার ডেল্টা প্লাস স্ট্রেন নতুন করে আশঙ্কা তৈরি করছে। সূত্রের খবর, বঙ্গেও নাকি এই স্ট্রেনের অস্তিত্ব মিলেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.