ছবি: ফাইল
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিবাহ বিচ্ছেদের মামলায় আদালতে হাজিরা এড়ালেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। ব্যক্তিগত সম্পর্কের তিক্ততা মিটিয়ে নেওয়ার জন্য বৃহস্পতিবার মেয়র ও তাঁর স্ত্রীকে তলব করেছিল আদালত। কিন্তু, আইনজীবী মারফৎ শোভন চট্টোপাধ্যায় জানিয়েছেন, তিনি অসুস্থ। তাঁকে তিন সপ্তাহ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তবে মেয়র না এলেও, এদিন অবশ্য আদালতে এসেছিলেন তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। ১১ মে ফের দম্পতিকে তলব করেছে আদালত।
[বাড়িতে বাউন্সার পাঠিয়ে কেন নজরদারি? শোভনের নির্দেশে ক্ষুব্ধ রত্না]
মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ২২ বছরের দাম্পত্য জীবন। ভালবেসে বিয়ে করেছিলেন শোভন ও রত্না। দম্পতির এক ছেলে ও এক মেয়ে। কিন্তু, এখন স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের থেকে বিবাহ বিচ্ছেদ চাইছেন মেয়র। আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা করেছেন তিনি। তবে বিচ্ছেদ নয়, বরং মেয়র দম্পতির ব্যক্তিগত সম্পর্কে তিক্ততা মিটিয়ে দিতে চাইছে আদালত। মেয়রের সঙ্গে ঝামেলা মিটিয়ে ফেলতে স্ত্রী রত্না চট্টোপাধ্যায় যে আগ্রহী নন, তেমনটাও নয়। আদালত চাইলে স্বামীকে নিয়ে কাশ্মীর ঘুরতে যাওয়ারও ইচ্ছাপ্রকাশ করেছিলেন রত্নাদেবী। কিন্তু, ডিভোর্সেই অনড় মেয়র শোভন চট্টোপাধ্যায়। এর আগে সাংবাদমাধ্যমকে তিনি বলেছিলেন, সাধ করে তো কেউ বিবাহবিচ্ছেদ চায় না। তিনি নিজে যখন স্বতঃপ্রণোদিত হয়ে সে কাজ করেছেন, তখন বুঝতে হবে পরিস্থিতি সেই জায়গাতেই পৌঁছেছিল। তিক্ততা এমন পর্যায়ে পৌঁছেছে যে, মৃত্যুর পরও স্ত্রী ও বেহালার বাড়িতে ফিরতে নারাজ মেয়র। এদিকে আদালত বিবাহ বিচ্ছেদের মামলার শুনানি চালকালীন আবার বৈশাখি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মেয়র সম্পর্ক নিয়েও বিস্তর জলঘোলা হয়।
[মেয়রের নামে ভুয়ো জিএসটি অ্যাকাউন্ট, লালবাজারের দ্বারস্থ শোভন চট্টোপাধ্যায়]
গত ১৯ মার্চ মামলার শুনানিতে অবশ্য বিষয়টি মিটমাট করে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন বিচারক। সেদিন অবশ্য মেয়র নিজে আদালতে হাজির ছিলেন না। তাঁর আইনজীবী আদালতকে জানিয়ে দেন, কোনও অবস্থাতেই সমঝোতায় রাজি নন মেয়র। তাঁর স্ত্রী রত্নাদেবী আদালতে উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার স্ত্রী এলেও, ফের আদালতে হাজির এড়ালেন শোভন চট্টোপাধ্যায়। তাঁর আইনজীবী জানিয়েছেন, মেয়র অসুস্থ। তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। জানা গিয়েছে, আপস মীমাংসার জন্য মেয়র দম্পতিকে তলব করেছিল আদালত। আগামী ১১ মে ফের তাঁদের তলব করা হয়েছে।
[জলের পাইপ ভেঙে নিরাপত্তারক্ষীর মৃত্যু, হাইল্যান্ড পার্কের আবাসনে চাঞ্চল্য]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.