নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: বিজেপির কাউন্সিলরদের আনা অনাস্থা প্রস্তাবকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে বনগাঁ পুরসভায়। এরই মধ্যে আরও বিপাকে পড়লেন স্থানীয় বিজেপি নেতা দেবদাস মণ্ডল৷ এবার তাঁর বিরুদ্ধে খুনের মামলার নথিপত্র লোপাট হয়ে গিয়েছে বলে অভিযোগ করল বনগাঁ মহকুমা আদালত৷ ৩০শে জুলাইয়ের মধ্যে পুলিশকে সেই সমস্ত নথি খোঁজার নির্দেশ দিয়েছেন অতিরিক্ত জেলাশাসক৷ আদালতের নির্দেশে ইতিমধ্যে যার তদন্ত শুরু করেছেন বনগাঁর এসডিপিও অশেষ বিক্রম দস্তিদার৷
[ আরও পড়ুন: OMG! মহিলার পেট থেকে বেরল ২ কেজির গয়না, চোখ কপালে ডাক্তারদের ]
আদালত সূত্রে খবর, ১৯৯৯-এর ৪ নভেম্বর বনগাঁ শহরে খুন হন ব্যবসায়ী সূর্য শংকর রায়চৌধুরি। এলাকার একটি জলাশয় থেকে উদ্ধার হয় তাঁর মৃতদেহ। খুনের ঘটনায় দেবদাস মণ্ডল-সহ আটজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে অবশ্য তারা জামিনে মুক্ত হয়। দীর্ঘদিন শুনানি চললেও, ২০১৫-র পর থেকে মামলাটি আর আদালতে ওঠেনি বলে সূত্রের খবর। তবে মঙ্গলবার মৃত সূর্যবাবুর ভাই সৌমেন্দ্র বিচারকের কাছে ফের মামলা শুরু করার আরজি জানান। তারপরই বিচারক লোপাট নথি খোঁজার নির্দেশ দেন। এই বিষয়ে বনগাঁ আদালতের সরকারি আইনজীবী সমীর দাস বলেন, ‘‘কোনওভাবে ওই মামলার নথিপত্র লোপাট হয়ে গিয়েছে। যারা ওই ঘটনায় যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত মামলার শুনানি শুরু করা হবে৷’’
[ আরও পড়ুন: চার্জে থাকা অবস্থাতেই মোবাইলে কথা, বিস্ফোরণে মৃত যুবতী ]
এই বিষয়ে দোষীদের কড়া শাস্তি চেয়েছে তৃণমূল৷ যদিও রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সহ-সভাপতি দেবদাস মন্ডল৷ তিনি বলেন, ‘‘আমার বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত হচ্ছে। আমি এখনও ওই মামলায় দোষী সাব্যস্ত হইনি।’’
প্রসঙ্গত, অনাস্থা ভোট নিয়ে দীর্ঘ কয়েক সপ্তাহ ধরেই ধুন্ধুমার চলছে বনগাঁ পুরসভায়৷ এসবের মধ্যেই সম্প্রতি এক মহিলা তৃণমূল কাউন্সিলরকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে বিজেপি নেতা দেবদাস মণ্ডল ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে৷ তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপালি বিশ্বাস জানান, গত ১৬ জুলাই অনাস্থা ভোটকে ঘিরে ঝামেলার সময় বিজেপি সমর্থকরা উত্তেজিত হয়ে চড়াও হন কয়েকজন তৃণমূল কাউন্সিলরের উপর৷ তার মাঝে পড়ে যান তিনি৷ দিপালী দেবীর অভিযোগ, ওই সময় ঘটনাস্থলে দাঁড়িয়ে থেকে দলীয় কর্মী-সমর্থকদের উৎসাহিত করছিলেন বিজেপির বারাসত জেলা সাংগঠনিক সহ-সভাপতি দেবদাস মণ্ডল৷ কয়েকশো বিজেপি কর্মী তৃণমূল কাউন্সিলরদের তাড়া করলে, প্রাণ বাঁচাতে স্থানীয় একটি দোকান ঘরে আশ্রয় নেন দীপালিদেবী৷ তড়িঘড়ি দোকান মালিক শাটার নামানোর সময় মাথায় আঘাত লাগে তাঁর৷ সেই সুযোগে উত্তেজিত বিজেপি সমর্থকরা দীপালিদেবী ও তৃণমূলের আরেক মহিলা কাউন্সিলরের শাড়ির আঁচল ধরে টেনে শ্লীলতাহানির চেষ্টা করে৷ ঘটনায় অভিযুক্ত বিজেপি নেতা দেবদাস মণ্ডল ও কয়েকজন বিজেপি কর্মীর বিরুদ্ধে বনগাঁ থানায় অভিযোগ জানান আক্রান্ত কাউন্সিলর দীপালি বিশ্বাস৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.