সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিআইডি হেফাজতেই আপাতত থাকবেন জেশপ কর্ণধার পবন রুইয়া৷ রবিবার সিআইডির আর্জি মেনে এই রায় দিল ব্যারাকপুর আদালত৷
শনিবার জন্মদিনেই শিল্পপতি রুইয়াকে গ্রেফতার করে সিআইডি৷ রেলের পাঠানো প্রায় ৫০ কোটি টাকার যন্ত্রাংশ লোপাট করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে৷ বেশ কিছুদিন আগে রেলের পক্ষ থেকে এক বরাত পায় জেশপ৷ সেইমতো প্রয়োজনীয় জিনিস পাঠানোও হয়৷ কিন্তু সময় পেরলেও কোনও কাজ হয়নি৷ এরপরই নড়েচড়ে বসে রেল কর্তৃপক্ষ৷ বারবার রুইয়াকে তাগাদা দিয়েও কোনও ফল মেলেনি৷ জেশপ কারখানা পরিদর্শন করেও কোনও যন্ত্রাংশের দেখাও মেলেনি৷ তারপরই রুইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনে রেল৷ সেই ভিত্তিতেই গতকাল নাটকীয়ভাবে তাঁকে গ্রেফতার করে তদন্তকারী দল৷ আজ তাঁকে ব্যারাকপুর আদালতে তোলা হয়৷ তদন্তের অগ্রগতির জন্য সিআইডির পক্ষ থেকে রুইয়াকে ১৪ দিন নিজের হেফাজতে নেওয়ার আর্জি জানানো হয়৷ তা মঞ্জুর করে আদালত৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.