Advertisement
Advertisement
রক্তদান শিবির

নাগরিক সচেতনতা বৃদ্ধিতে অভিনব উদ্যোগ, বিয়ের অনুষ্ঠানে রক্তদান শিবির

তাঁদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আমন্ত্রিতরা৷

Couple of Nadia organised blood donation camp in their marriage
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 30, 2019 8:48 pm
  • Updated:July 1, 2019 11:17 am  

পলাশ পাত্র, তেহট্ট: পারিবারিক ভাবেই সম্পর্ক তৈরি হয়েছিল। দু’তরফের অনুমতিতেই চার হাত এক হওয়ার প্রক্রিয়া শুরু হয়। আর পাঁচটা বিয়ের মতোই সব কিছু হলেও নিজেদের বিয়েতে অনন্য নজির গড়লেন তেহট্টের নবদম্পতি ও তাঁদের পরিবার। পাত্রীর ইচ্ছাপূরণেই দুপুরে বিয়ের বাড়িতে আয়োজন করা হল রক্তদান শিবিরের। তাঁদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই৷

[আরও পড়ুন: ৪-৫টা গাড়ি নিয়ে চলাফেরা বন্ধ করতে হবে, নেতাদের সতর্ক করলেন অরূপ বিশ্বাস]

বিয়েতে এক অভিনব উদ্যোগ নিল নদিয়ার তেহট্টের নাজিরপুর মানিকনগরের বাসিন্দা বিপ্লব সরকার ও অঙ্কিতা বিশ্বাস। রবিবার সন্ধেয় বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তাঁরা। তার আগেই এদিন দুপুরে অঙ্কিতার বাড়িতে আয়োজিত হয় রক্তদান শিবির। আমন্ত্রিতদের মধ্যে ২৫ জন রক্ত দিলেন এদিন। যারা রক্ত দেন, উপহার স্বরূপ তাঁদের হাতে তুলে দেওয়া হয় গাছের চারা। গ্রীষ্মকালে এমনিতেই রক্তের সংকট থাকে। ইচ্ছাপূরণের পাশাপাশি, রক্তের অভাব মেটাতে সোমবার বিয়ের মণ্ডপের পাশে রক্তদান শিবির করে হবু দম্পতি যে আলাদা নজির গড়লেন-তা বলাই বাহুল্য।

Advertisement

বেতাই কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া ওই তরুণী বলেন, “দীর্ঘদিনের ইচ্ছা ছিল বিয়েতে রক্তদান শিবিরের আয়োজন করা হবে। বাড়িতেও সেই কথা জানিয়েছিলাম। আমার ইচ্ছের মর্যাদা দিয়ে বাবা-মা এই অনুষ্ঠানের আয়োজন করেছে। আমি খুশি।” জানা গিয়েছে, বিয়ের আমন্ত্রণ পত্রেই উল্লেখ ছিল রক্তদান শিবিরের। তবে বিয়ে করত যাওয়ার আগেই শ্বশুরবাড়িতে রক্তদানের অনু্ষ্ঠান সাঙ্গ হয়েছে। তাই দূর থেকেই স্ত্রীর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিপ্লব সরকার। তেহট্টের জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক বলেন, ” এই দম্পতির উদ্যোগকে সাধুবাদ জানাতেই হয়। তরুণীর এই উদ্যোগ মহিলাদের জন্য একটা বড় পদক্ষেপ।” তাঁদের মতোই সকলেই এগিয়ে আসুক, উদ্যোগী হন রক্তদানে, এমনটাই চাইছেন অঙ্কিতা ও বিপ্লব।

  [আরও পড়ুন: গোটা দেশের তুলনায় বেকারত্ব অনেকটা কম বাংলায়! বলছে কেন্দ্রীয় পরিসংখ্যান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement