ছবি: প্রতীকী
আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: বৃদ্ধা মাকে একা ঘরে ফেলে রেখে শুধুমাত্র মুড়ি-বাতাসার ব্যবস্থা করে ছেলে বেড়াতে গিয়েছিলেন হায়দরাবাদ। ১৫ দিন কোনওরকমে বন্ধ ঘরে দিন কাটালেও শেষমেশ বৃদ্ধার গোঙানিতে ধরা পড়ল আসল তথ্য। প্রতিবেশীর কাছে রাখা চাবি খুলে বৃদ্ধাকে উদ্ধার করল পুলিশ। পরে সেই প্রতিবেশীর জিম্মাতেই তাঁকে রেখে দেওয়া হয়।
ছেলেকে ফোনে ধরা হলে জানান, প্রতিবেশীকেই তিনি নাকি মায়ের ‘দায়িত্ব’ দিয়ে গিয়েছিলেন। তবে, এই ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, বৃদ্ধ-বৃদ্ধাদের প্রতি সন্তানদের দায়িত্ব-মানসিকতা কোন পর্যায়ে পৌঁছেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, নিউ বারাকপুরের পূর্ব কোদালিয়ার পূর্বাচল ক্লাবের কাছের বাসিন্দা মৃণালকান্তি নাগ মা সন্ধ্যারানি নাগকে একা রেখে দিন পনেরো আগে ‘সপরিবার’ বেড়াতে গিয়েছিলেন হায়দ্রাবাদ। বৃদ্ধার খাবার জন্য বরাদ্দ ছিল শুধু মুড়ি-বাতাসা। গতকাল রাতে বৃদ্ধার গোঙানির শব্দ পেয়ে তাজ্জব হয়ে যান অন্য প্রতিবেশীরা। ছেলেকে ফোন করা হলে বলেন, এক প্রতিবেশীর কাছে দায়িত্ব দিয়ে গিয়েছিলাম। ওই প্রতিবেশীকে না পেয়ে খবর দেওয়া হয় পুলিশে। এর পরেই পুলিশ এসে তালা খুলে সন্ধ্যারানি নাগকে উদ্ধার করে।
[সিলিন্ডার নাড়ালেই বেরোচ্ছে জল! অবাক কাণ্ড রানাঘাটে]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.