Advertisement
Advertisement

Breaking News

Murshidabad

জ্বর গায়ে হাসপাতালে যাওয়ার পথে অঘটন, মুর্শিদাবাদে দুর্ঘটনার বলি দম্পতি

এই দুর্ঘটনায় আরও একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

Couple killed in road accident in Murshidabad

প্রতীকী ছবি।

Published by: Sayani Sen
  • Posted:July 12, 2024 10:50 am
  • Updated:July 12, 2024 11:13 am  

সংযুক্তা চক্রবর্তী, জঙ্গিপুর: টোটোর সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক দম্পতির। জখম হয়েছেন আরও একজন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল নটা নাগাদ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার বংশবাটি মোড় ৩৪ নম্বর জাতীয় সড়কে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতেরা হলেন চণ্ডী সরকার (৭৫) ও পুষ্পা সরকার (৬৩)। বাড়ি সুতি থানার বংশবাটি গ্রামপঞ্চায়েতের আলুয়ানি। মৃতরা সম্পর্কে স্বামী ও স্ত্রী। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন টোটো চালক নীলু হালদার (৪৫)। বাড়ি সুতির আলুয়ানি। তিনি বর্তমানে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি।

জানা গিয়েছে, বংশাবাটির আলুয়ানির বাসিন্দা চণ্ডী সরকার ও পুষ্পা সরকার বেশ কয়েকদিন জ্বরে ভুগছিলেন। শুক্রবার সকালে টোটো করে সরকার দম্পতি জঙ্গিপুর মহকুমা হাসপাতালে আসছিলেন চিকিৎসা করাতে। বংশবাটি মোড় ৩৪ নম্বর জাতীয় সড়কে ওঠার মুখে উমরপুরের দিক থেকে আসা একটি গাড়ি সঙ্গে টোটোর মুখোমুখি ধাক্কা লাগে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় সরকার দম্পতির।

Advertisement

[আরও পড়ুন: অনন্ত-রাধিকার বিয়েতে চাঁদের হাট, অতিথির তালিকায় বলিউড থেকে রয়েছেন কারা?]

জখম হন টোটো চালক নীলু হালদার। টোটোতে চালক-সহ মোট তিনজন ছিলেন বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। মৃত ও জখমদের উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ। ঘাতক কন্টেনারটিকে আটক করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। চালক পলাতক বলে জানা গিয়েছে। একই পরিবারের দুই সদস্যের মৃত্যুতে শোকে পাথর তাঁদের পরিজনেরা।

[আরও পড়ুন: অনন্ত-রাধিকার বিয়েতে অতিথি নরেন্দ্র মোদি-সহ একাধিক হেভিওয়েট, যাচ্ছেন না গান্ধীরা!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement