Advertisement
Advertisement

নিঃসন্তান হওয়ায় মানসিক অবসাদের জের, স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী

মধ্যমগ্রামে চাঞ্চল্য৷

Couple found dead in Madhyamgram

প্রতীকী ছবি।

Published by: Sayani Sen
  • Posted:December 24, 2018 2:39 pm
  • Updated:December 24, 2018 2:39 pm

ব্রতদীপ ভট্টাচার্য, বারাসত: নিঃসন্তান হওয়ায় দাম্পত্য জীবনে অশান্তি লেগেই থাকত৷ যতদিন যাচ্ছিল ততই সম্পর্কের অবনতি ঘটছিল দু’জনের৷ সে কারণেই কি চরম পরিণতির পথ বেছে নিলেন মধ্যমগ্রামের শ্রীপুরের দাস দম্পতি৷ তাই কি স্ত্রীকে খুন করে আত্মহত্যার সিদ্ধান্ত? দম্পতির রহস্যমৃত্যুর ঘটনায় এমনই হাজারও প্রশ্নের ভিড়৷ ঠিক কী কারণে মারা গেলেন স্বামী-স্ত্রী তা নিয়েই ধন্দে মধ্যমগ্রাম থানার পুলিশ৷

[গরু চুরির অভিযোগে দুষ্কৃতীদের গণপিটুনি, জনতার উপর পুলিশের লাঠিচার্জ]

মধ্যমগ্রামের শ্রীপুরের দীর্ঘদিনের বাসিন্দা শম্ভুনাথ দাস এবং স্বপ্না দাস নামে ওই দম্পতি৷ বিয়ের পর প্রথম কয়েকবছর সম্পর্ক ভালই ছিল দু’জনের৷ কিন্তু ইদানীং স্বামী-স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়ছিল৷ নিত্যদিনই প্রায় বাড়িতে লেগে থাকত অশান্তি৷ দু’জনের সন্তান ছিল না৷ সে কারণেই তাঁদের মধ্যে ঝগড়াঝাটি লেগে থাকত বলেই দাবি প্রতিবেশীদের৷ রবিবার রাতেও তাঁদের ঝগড়ার শব্দ পেয়েছিলেন স্থানীয়রা৷ সোমবার সকালে অনেক দেরি পর্যন্ত বাড়ির দরজা বন্ধ থাকায় সন্দেহ হয় প্রতিবেশীদের৷ ডাকাডাকি শুরু করেন তাঁরা৷ অনেক ডাকাডাকির পর কার্যত বন্ধ দরজা ভেঙে বাড়িতে ঢোকেন বেশ কয়েকজন৷ তাঁরা দেখেন বন্ধ ঘরের ভিতর বিছানার উপরে পড়ে রয়েছে স্ত্রীর দেহ৷ তার পাশে ওই ঘরেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় শম্ভুনাথের দেহ৷ তড়িঘড়ি ওই দু’জনের দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তবে ততক্ষণে মারা গিয়েছেন দম্পতি৷

Advertisement

[ঘরে দু’বেলার ভাত নেই, সরকারের কাছে সাহায্যের আবেদন অসুস্থ বৃদ্ধার]

প্রতিবেশীদের দাবি, নিঃসন্তান হওয়ায় মানসিক অবসাদে ভুগছিলেন তাঁরা৷ মাঝে মাঝে নাকি স্ত্রীকেও তালাবন্দি করে রাখত শম্ভুনাথ৷ দু’জনের মধ্যে অশান্তি ছিল রোজকার বিষয়৷ ওই অশান্তির জেরেই স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন স্বামী৷ আদতে প্রতিবেশীদের দাবি সঠিক নাকি রহস্যমৃত্যুর নেপথ্যে রয়েছে অন্য কিছু, তা খতিয়ে দেখছে মধ্যমগ্রাম থানার পুলিশ৷ দু’জনের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷ আপাতত ওই দম্পতির ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষায় তদন্তকারীরা৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement