Advertisement
Advertisement

Breaking News

দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

ঘর থেকে উদ্ধার সুইসাইড নোট।

Couple found dead hanging in Bongaon
Published by: Subhamay Mandal
  • Posted:February 9, 2019 11:22 am
  • Updated:February 9, 2019 11:22 am  

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: স্বামী-স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃত স্বামীর নাম দীপ ঘোষ (১৮) ও স্ত্রীর নাম রিমি ঘোষ। ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধেয় বনগাঁ থানার কালীতলা ঘোষপাড়া এলাকায়। মৃতদের ঘর থেকে উদ্ধার হয় সুইসাইড নোট।

সূত্রে জানা যায়, কয়েক মাস আগে কালিয়ানি গ্রামের দীপ ঘোষের সঙ্গে প্রেম করে বিয়ে করে পাশের গ্রাম কালীয়ানির রিমা ঘোষ। কার্তিক মাসে বিয়ে করার জন্য তা নিয়ে অশান্তি ছিল পরিবারের মধ্যে বলে জানান এক প্রতিবেশি। মৃত দীপ স্থানীয় একটি রেস্তরাঁয় কাজ করতেন। দীপের বোন তিথি ঘোষ জানান, “শুক্রবার সন্ধেয় ঘরের দরজা বন্ধ ছিল দাদার। জানলা দিয়ে উঁকি মেরে দেখি পাখার সঙ্গে গলায় শাড়ি জড়ানো অবস্থায় ঝুলছে দাদা-বউদি৷ এরপর স্থানীয়রা খবর পেয়ে দরজা ভেঙে তাঁদের উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন৷ পরিবারের লোকেরা জানান, ঘরের দরজা ভেঙে তাঁরা ঘরে ঢুকে দেখন একটি সুইসাইড নোট রয়েছে। তাতে লেখা আছে আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।”

Advertisement

[রোজগার কেড়ে নিচ্ছেন স্কুল টিচাররা, স্বেচ্ছামৃত্যুর আবেদন ৪ গৃহশিক্ষকের]

স্থানীয় অসিত ঘোষ জানান, “ওই পরিবারের মধ্যে মাঝে মধ্যেই অশান্তি হত। পারিবারিক বিবাদের জেরে আত্মহত্যা বলে মনে করছেন পরিবারের লোকেরা। দেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে পুলিশ।

[অন্ধকারে অচেনা মানুষের আনাগোনা, আতঙ্ক ডায়মন্ডহারবার-ফলতায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement