Advertisement
Advertisement

বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, আত্মহত্যার সিদ্ধান্ত যুগলের

দেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

couple committed suicide due to extramarital affair

প্রতীকী ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:March 16, 2019 9:23 pm
  • Updated:March 16, 2019 9:32 pm  

সন্দীপ মজুমদার, উলুবেড়িয়া: বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করল প্রেমিক যুগল। অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তাঁদের। হাসপাতাল সূত্রে তেমনটাই জানানো হয়েছে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুর থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম অভিজিৎ খাঁ (৩২) ও মৃতা পিয়া পোড়েল (২৬)। তদন্তের স্বার্থে মৃতদের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

[বিড়ির আগুন চাইতে এসে বধূকে ধর্ষণ, ধৃত যুবক]

জানা গিয়েছে, প্রায় আট বছর ধরে জগৎবল্লভপুরের সন্তোষপুরের বাসিন্দা অভিজিৎ খাঁয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ওই এলাকারই শিবরামপুরের বাসিন্দা পিয়া পোড়েলের। স্থানীয় সূত্রে খবর, সম্পর্কের টানা পোড়েনের জেরে বছর সাতেক আগে অন্য এক মহিলাকে বিয়ে করেন অভিজিৎ। তাঁদের একটি সন্তানও রয়েছে। জানা গিয়েছে, স্ত্রী, সন্তান থাকা সত্ত্বেও পিয়ার সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রেখেছিলেন ওই যুবক। তবে গোল বাঁধে, পিয়া-অভিজিতের সম্পর্কের বিষয়টি জানাজানি হয়ে যাওয়ায়। অভিজিতের বাড়িতে বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয় অশান্তি। এই টানাপোড়েনের মাঝেই পিয়ার বিয়ে ঠিক হয়ে যায়।  সেই মতো ডোমজুড়ের এক ব্যক্তির সঙ্গে তাঁর বিয়েও হয়ে যায় পিয়ার। অভিযোগ, তারপরও প্রেমিকের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিলেন ওই যুবতী। জানা গিয়েছে, পরে শুক্রবার বিকেলে বাপের বাড়ি যাওয়ার নাম করে শ্বশুরবাড়ি থেকে বের হন ওই যুবতী। এদিন সন্ধেবেলা জগৎবল্লভপুরে প্রেমিক অভিজিতের সঙ্গে দেখা করে সে।

Advertisement

[জাগ্রত বোল্লা রক্ষাকালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন অর্পিতা ঘোষ]

জানা গিয়েছে, এর কিছুক্ষণ পরেই ওই এলাকার একটি মাঠে ওই দু’জনকে ছটফট করতে দেখেন স্থানীয়রা। মুখ থেকে গ্যাজলা উঠতে দেখে স্থানীয়রাই তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। সেখানেই মৃত্যু হয় তাঁদের। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তাদের তৎপরতায় দেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্পর্কের জটিলতার জেরেই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছে ওই যুগল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement