Advertisement
Advertisement

Breaking News

বিয়ে মানেনি পরিবার, অপমানে আত্মঘাতী নবদম্পতি

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

Couple commits suicide in Nadia
Published by: Kumaresh Halder
  • Posted:September 14, 2018 11:33 am
  • Updated:September 14, 2018 11:33 am  

বিপ্লব দত্ত, কৃষ্ণনগর: ফেসবুকে পরিচয়৷ হয় বন্ধুত্ব৷ কিছুদিনের মধ্যেই বন্ধুত্বের সম্পর্ক পৌঁছয় প্রেমে৷ সিদ্ধান্ত নেন বিয়ের৷ কিন্তু, বিয়ের পর শুরু পারিবারিক অশান্তি৷  তবে, নবদম্পতির মধ্যে মিল থাকলেও অশান্তি শুরু হয় দুই পরিবারের মধ্যে৷ প্রেমের ওই বিয়ে মেনেই নিতে পারেননি দুই বাড়ির সদস্যরা৷ চলত অত্যাচার, শুনতে হত গঞ্জনা৷ ফলে, দিনে অত্যাচারের মাত্রা বাড়তে থাকায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  নবদম্পতির৷

[দেড় বছর পর দেখা, ফেসবুকই মিলিয়ে দিল মা ও ছেলেকে]

আত্মহত্যার খবর পেয়ে নদিয়ার হাঁসখালি থানার ভবানীপুর গ্রামে আমবাগানে ওই নবদম্পতির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ৷ তারা জানিয়েছে, মৃতদের নাম সুজিত রায় (২৩) ও প্রিয়া  রায় (১৮)৷ স্থানীয় সূত্রে খবর, হাঁসখালি থানার ভবানীপুরের বাসিন্দা পেশায় নির্মাণ শ্রমিক সুজিতের সঙ্গে ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক তৈরি হয় উত্তর ২৪ পরগনার বনগাঁর বাসিন্দা প্রিয়ার৷ দু’জনের বাড়ির লোকের আপত্তি থাকলেও সাত মাস আগে জোর করে সুজিতকে বিয়ে করেন প্রিয়া। বিয়ের পর থেকেই আর্থিক অভাবকে কেন্দ্র করে সাংসারিক অশান্তি শুরু হয়৷ ফলে সংসার থেকে আলাদা করে দেওয়া হয় ওই নবদম্পতিকে৷

Advertisement

[দলের অঞ্চল ও ব্লক সভাপতিকে জেল খাটানোর হুমকি, ফের বিতর্কে অনুব্রত]

পুলিশ জানতে পেরেছে, মাত্র কয়েকদিন আগে আত্মীয়ের বাড়ি যাওয়ার নাম করে রওনা হন দু’জনে। পরে ফিরে আসেন বাড়িতে৷ পরে বাড়ির পাশের বাগানের একটি গাছে একই শাড়িতে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখেন স্থানীয় বাসিন্দারা৷ খবর পেয়ে হাঁসখালি থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে বগুলা হাসপাতালের মর্গে পাঠানো হয়৷ পরে ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়৷ পুলিশের প্রাথমিক অনুমান, ওই দম্পতির দু’জনের কেউই তাঁদের সম্পর্ক মেনেই নিতে পারেননি৷ আর সেই কারণেই আত্মহত্যার পথ বেছে নেন ওই নবদম্পতি৷

[গাড়ির চোরাকুঠুরিত রুপো পাচার, ধরে ফেললেন শুক্ল দপ্তরের গোয়েন্দারা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement