ফাইল ছবি
অর্ণব দাস, বারাকপুর: নেশায় বুঁদ বাবা-মা। সেই টাকা জোগাড় করতে দুধের শিশুকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল পানিহাটির এক দম্পতির বিরুদ্ধে। অভিযোগ পেতেই দম্পতি-সহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে কত টাকার বিনিময় শিশুটিকে কার কাছে বিক্রি করা হয়েছে তা স্পষ্ট নয়। এর পিছনে শিশু পাচার চক্র যুক্ত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
উত্তর ২৪ পরগনার পানিহাটি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের গান্ধীনগর অঞ্চলে নিজের ছ’মাসের শিশুপুত্রকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে বাবা ও মায়ের বিরুদ্ধে। অভিযোগ পাওয়া মাত্র শনিবার রাতে খড়দহ থানার পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্ত বাবা জয়দেব চৌধুরী, মা সাথী চৌধুরী এবং শিশুটির ঠাকুরদা কানাই চৌধুরীকে। তবে এখনও শিশুটিকে উদ্ধার করা যায়নি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শিশুটির বাবা-মা দিনভর নেশায় বুঁদ হয়ে থাকতেন। বহু ছেলে মেয়ে প্রতিদিন তাঁদের বাড়িতে আসত। সেখানে অসামাজিক কাজকর্ম চলত। বারবার নিষেধ করা সত্ত্বেও তাঁরা এই অসামাজিক কাজ বন্ধ করেনি। তারপরই টাকার জন্য শিশুটিকে বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে। ১১ নম্বর ওয়ার্ডের পুরপিতা তারক গুহ জানিয়েছেন, শনিবার রাতে জয়দেব নিজের মেয়েকে নিয়ে যেতে চেয়েছিল। সেই নিয়ে অশান্তি বাঁধে। তারপর বিষয়টি জানাজানি হয়। তিনি আরও জানান, কিছুদিন ধরেই শিশুটির খোঁজ মিলছিল না। বারবার জিজ্ঞেস করলে পরিবারের সদস্যরা জানিয়েছেন শিশুটি তাঁর দিদিমার কাছে আছে। এখন জানা গিয়েছে তাকে বিক্রি করে দেওয়া হয়েছে। এই ঘটনার প্রতিবাদে দোষীদের উপযুক্ত শাস্তির আবেদন জানিয়েছে এলাকার বাসিন্দারা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.