Advertisement
Advertisement

Breaking News

Nabadwip

চায়ের দোকানে দুধের শিশুকে ফেলে রেখে উধাও যুগল! তার পর…

যুগলের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

Couple allegedly abandons child in tea stall in nabadwip

প্রতীকী ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:November 21, 2024 6:07 pm
  • Updated:November 21, 2024 6:07 pm  

সঞ্জিত ঘোষ, নদিয়া: চায়ের দোকানে দুধের শিশুকে ফেলে রেখে উধাও যুগল। ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপে। দীর্ঘক্ষণ চায়ের দোকানের মালিক শিশুটিকে নিজের কাছে রাখেন। অবশেষে থানার দ্বারস্থ হন তিনি। খুদের ঠাঁই হয় হাসপাতালে। কিন্তু এখনও দেখা মেলেনি যুগলের। তাঁদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, বুধবার সন্ধেয় নবদ্বীপের রানিঘাট এলাকার চায়ের দোকানে আসেন এক যুবক-যুবতী। তাঁরা নিজেদের দম্পতি বলে পরিচয় দেন। সঙ্গে ছিল এক খুদে। কিছুক্ষণ চায়ের দোকানদারের সঙ্গে কথা বলেন তাঁরা। এর পর সুযোগ বুঝে শিশুটিকে ফেলে রেখে উধাও হয়ে যান। ঘড়ির কাঁটা এগোতে থাকে। অনেক রাত হয়ে গেলেও দেখা মেলেনি তাঁদের। একটা সময়ের পর খিদেয় কান্নাকাটি শুরু করে খুদে। কী করবেন বুঝে উঠতে পারেননি কেউ। পরে এক সদ্যমায়ের দেখা পাওয়ায় খুদেকে স্তন্যপান করানো হয়।

Advertisement

দীর্ঘক্ষণ অপেক্ষার পর গভীর রাতে থানার দ্বারস্থ হন চায়ের দোকানের মালিক। রাতেই পুলিশের সহযোগিতায় শিশুটিকে নবদ্বীপ ষ্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে শিশুটি সেখানেই রয়েছে। শিশুটিকে দেখভাল করছেন হাসপাতালের চিকিৎসক, নার্স-অন্যান্য বাচ্চার মায়েরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পরিকল্পনামাফিকই ওই যুগল খুদেকে ফেলে রেখে গিয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement