ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের মরশুমে রাজ্যের করোনা (Coronavirus) পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও বাড়ল সংক্রমণ। রাজ্য স্বাস্থ্যদপ্তরের অনুযায়ী, একদিনে নতুন করে ৮৭২ জনের শরীরে মারণ ভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে। মৃত্যু হয়েছে ১৩ জনের। গত ২৪ ঘণ্টায় কোভিডের (COVID-19)কবল থেকে সুস্থ হয়ে ফিরেছেন ৮২৮ জন। এ নিয়ে সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ। যা গত কয়েকদিনের তুলনায় সামান্য কম। বেড়েছে অ্যাকটিভ কেসও। এই মুহূর্তে রাজ্যে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ৮ হাজার ৩১।
রাজ্যের সাম্প্রতিক কোভিড পরিসংখ্যান ভালভাবে দেখলে বোঝা যায়, কলকাতায় সংক্রমণের হারই সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় এখানে মারণ ভাইরাসের কবলে পড়েছেন ২১৭ জন। তারপরই রয়েছে উত্তর ২৪ পরগনা। এখানে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫১ জন। করোনা যুদ্ধে সবচেয়ে এগিয়ে পুরুলিয়া। এখানে গত ২৪ ঘণ্টায় মাত্র একজন করোনা পজিটিভ। এরপর রয়েছে আলিপুরদুয়ার, কালিম্পং। এই দুই জেলাতেই ৫ জন করে সংক্রমিত হয়েছেন।
এ নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লক্ষ ৩ হাজার ৩১৮। সুস্থ হয়েছেন ১৫ লক্ষ ৭৫ হাজার ৯৮০ জন। আর করোনার বলি রাজ্যের ৮০৩১ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৪১, ১৯৩ টি, যার মধ্যে পজিটিভ রিপোর্ট এসেছে ২.১২ শতাংশ।
আগামী সপ্তাহে রাজ্যে খুলে যাচ্ছে স্কুল-কলেজ। তার আগে টিকাকরণে জোর দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৫ লক্ষ ২৪ হাজার ২৬৪ জনকে টিকা দেওয়া হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত ৮ কোটিরও বেশি রাজ্যবাসীর টিকাকরণ হয়ে গিয়েছে। ১৬ তারিখের মধ্যে স্কুলশিক্ষক, শিক্ষাকর্মীদের এই টিকাদানের কাজ শেষ করতে তৎপর রাজ্য স্বাস্থ্যদপ্তর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.