সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেস্ট বাড়লে আক্রান্তের সংখ্যা বাড়বে। একথা আগেই বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সময়ের সঙ্গে সেই সংখ্যা ক্রমেই লাগামছাড়া হয়ে পড়ছে। অর্থাৎ সংক্রমণ কম হওয়ার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। গোটা রাজ্যেই রোজ বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে মৃতের সংখ্যাও। আর গত ২৪ ঘণ্টায় আক্রান্তের নিরিখে ফের কলকাতাকেও ছাপিয়ে গেল উত্তর ২৪ পরগনা।
শনিবার রাজ্যের স্বাস্থ্যদপ্তরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৩২ জন। শুধু কলকাতা আক্রান্ত ৫১৬ জন। সেখানে উত্তর ২৪ পরগনায় একদিনে সংক্রমিত ৫৪৭ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩৫ হাজার পার করল। বর্তমানে রাজ্যে সংক্রমিত এক লক্ষ ৩৫ হাজার ৫৯৬ জন। তবে এক মধ্যে বেশিরভাগই সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে অ্যাকটিভ কেস ২৭ হাজার ৯০০। এদিকে, এখনও এই মারণ ভাইরাস প্রাণ কেড়ে চলেছে রাজ্যবাসীর। একদিনে রাজ্যে করোনার বলি ৪৮ জন। যার মধ্যে কলকাতাতেই মৃত্যু হয়েছে ১২ জনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ২,৭৩৭ জন।
তবে বাড়তে থাকা সংক্রমণের মধ্যেও স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। গতকালের তুলনায় একলাফে অনেকখানি বাড়ল সুস্থতার হার। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান বলছে, বর্তমানে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৭৭.৪১ শতাংশ মানুষ। গত ২৪ ঘণ্টাতে মারণ ভাইরাস থেকে মুক্ত হয়েছেন ৩ হাজার ৮৮ জন। রাজ্যে এখনও পর্যন্ত করোনা জয়ী ১ লক্ষ ৪ হাজার ৯৫৯ জন।
করোনা রোগীকে চিহ্নিত করতে লকডাউন করার পাশাপাশি ট্র্যাকিং, ট্রেসিং এবং টেস্টিংয়ে জোর দিয়েছে প্রশাসন। শুক্রবারের তুলনায় বেড়েছে করোনা টেস্টের সংখ্যাও। বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৩১৮টি নমুনা টেস্ট হয়েছে। এখনও পর্যন্ত রাজ্যে ১৫ লক্ষ ২৪ হাজার ১৬২টি স্যাম্পেল টেস্ট হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.