Advertisement
Advertisement
Coronavirus

Coronavirus Update: রাজ্যে ফের নিম্নমুখী করোনা সংক্রমণ, সুস্থতার হার প্রায় ৯৯ শতাংশ

এদিনও করোনায় মৃত্যুহীন বাংলা।

Coronavirus in West Bengal: 32 new cases in last 24 hours, no death | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:May 21, 2022 9:14 pm
  • Updated:May 21, 2022 9:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে আরও কয়েকধাপ এগোল বাংলা (West Bengal)। ফের কমল দৈনিক করোনা সংক্রমণ। রাজ্য স্বাস্থ্যদপ্তরের সাম্প্রতিকতম বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত ৩২ জন, শুক্রবার এই সংখ্যা ছিল ৪২। এদিনও কোভিডে মৃত্যুহীন বাংলা। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩৮ জন। শতকরা হিসেবে তা ৯৮.৯৩ শতাংশ।

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী,  রাজ্যের মোট করোনা রোগীর সংখ্য়া ২০ লক্ষ ১৯ হাজার ৫৮। সুস্থ হয়ে উঠেছেন ১৯ লক্ষ ৯৭ হাজার ৪৭৭ জন। কোভিডের (COVID-19) বলি মোট ২১, ২০৩। টানা বেশ কয়েকদিন ধরে মৃত্যুহীন বাংলা। গত ২৪ ঘণ্টায় ১২,৭৭৫ টি নমুনা পরীক্ষা হয়েছে। যার মধ্যে ০.২৫ শতাংশ পজিটিভ। 

Advertisement

[আরও পড়ুন: বড় হারে শুল্ক কমাল কেন্দ্র, একধাক্কায় অনেকটা কমছে পেট্রল-ডিজেলের দাম, স্বস্তি রান্নার গ্যাসেও]

শনিবার রাজ্যের কোভিড বুলেটিন বলছে, এই মুহূর্তে রাজ্যে অ্য়াকটিভ করোনা রোগীর সংখ্যা ৩৭৮। এর মধ্যে মাত্র ১৭ জন হাসপাতালে ভরতি।  বাকিরা সকলে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। করোনার বিরুদ্ধে লড়াইয়ে টিকাকরণই (Corona vaccination) সবচেয়ে বড় হাতিয়ার। এদিনও সাড়ে ৮৪ হাজারের বেশি ডোজ দেওয়া হয়েছে রাজ্যবাসীকে।  প্রিকশন ডোজ দেওয়া হয়েছে ২৭ লক্ষ ৬৭ হাজারের বেশি। 

[আরও পড়ুন: জুনের শেষে জিটিএ নির্বাচনের তোড়জোড়, দার্জিলিং প্রশাসনের সঙ্গে বৈঠক স্বরাষ্ট্রসচিবের]

রাজ্যের করোনা পরিস্থিতি সামগ্রিকভাবে সন্তোষজনক হলেও সাবধানতা অবলম্বনে পিছপা নয় রাজ্য। মাস্ক ব্যবহার, শারীরিক দূরত্ব বজায় নিয়ে কঠোর প্রশাসন। এখনও বহু জায়গায় মাস্ক ছাড়া প্রবেশ নিষেধ। যদিও সভা, সমিতি বা জমায়েতের ক্ষেত্রে আর কোনও সীমাবদ্ধতা নেই। নাইট কারফিউ কিংবা যানবাহন চলাচলের ক্ষেত্রেও কোনও নিষেধাজ্ঞা নেই এখন। তবে টিকাকরণের কাজ চলছে নির্দিষ্ট গতি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement