Advertisement
Advertisement
Coronavirus

Coronavirus Update: রাজ্যের কোভিড গ্রাফে উন্নতি, একদিনে করোনার বলি ১, ঊর্ধ্বমুখী সুস্থতার হার

সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৮.৮৮ শতাংশ।

Coronavirus in West Bengal: 181 new positive cases in last 24 hours, 1 death | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:September 4, 2022 8:02 pm
  • Updated:September 4, 2022 8:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্য়ে আরও কমল করোনা (Coronavirus) সংক্রমণ। সপ্তাহান্তে পরপর ২দিনই রাজ্যে দৈনিক সংক্রমণ দুশোর নিচে। কমল মৃত্যুহারও। গত ২৪ ঘণ্টায় বাংলায় কোভিডের (COVID-19) বলি মাত্র ১। আগেরদিনও যা ছিল বেশি। ঊর্ধ্বমুখী সুস্থতার হার। পজিটিভিটি রেটে অবশ্য তেমন হেরফের নেই। 

রাজ্যের স্বাস্থ্যদপ্তরের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮১ জন, শনিবার তা ছিল ১৯২। শনিবার ২ জনের মৃত্যুর খবর মিলেছিল। আর রবিবার তা ১। একদিনে মহামারীর কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ২৭৮ জন।  সুস্থতার হার ৯৮.৮৮ শতাংশ। যা শনিবারের তুলনায় সামান্য বেশি। রাজ্যে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ২১,০৭,৮৮৮। সুস্থ হয়ে উঠেছেন ২০,৮৪,২৪৫জন। আর কোভিডের বলি এখনও পর্যন্ত মোট ২১,৪৭৩। মোট আক্রান্তের তুলনায় মাত্র ১.০২ শতাংশ। 

Advertisement

[আরও পড়ুন: ‘আমায় আটকে রাখা খুব কঠিন’, রাজনীতি থেকে বিদায়ের ইঙ্গিত বিধায়ক তাপস রায়ের]

রাজ্যের করোনা পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে অবশ্য সামান্য কমল নমুনা পরীক্ষার সংখ্যা। এদিন ৭ হাজার ৮৪৯টি নমুনা পরীক্ষা হয়েছে। যার মধ্যে ২.৩১ শতাংশ রিপোর্ট পজিটিভ। এই হারে কোনও হেরফের নেই। এখনও পর্যন্ত ২ কোটি ৬৩ লক্ষ ২২ হাজার ৮৪১টি নমুনা পরীক্ষা হয়েছে।  করোনা মোকাবিলায় জোর দেওয়া হচ্ছে টিকাকরণেও (Corona vaccination)। গত ২৪ ঘণ্টায় ভ্যাকসিনের ৪৩,২৫৫ ডোজ দেওয়া হয়েছে।  প্রিকশন ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৪০ লক্ষ ৭২ হাজার ৪৫৭।

[আরও পড়ুন: ‘TET নেবেন না, আত্মহত্যা করব’, নিয়োগ তৎপরতা শুরু হতেই পর্ষদ সভাপতিকে হুমকি উত্তীর্ণদের]

সামনেই শারদোৎসব। তার মধ্যেই দেশের সমস্ত নাগরিককে ভ্যাকসিন দেওয়া শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র। সেইমতো কাজ এগোচ্ছে। ধীরে ধীরে মহামারী থেকে মুক্তির পথে দেশ, রাজ্য। ২ বছর পর এবার সমস্ত আতঙ্ক সরিয়ে উৎসবে মেতে ওঠার অপেক্ষায় আমবাঙালি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement