সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহের শুরুতে রাজ্যের কোভিড (COVID-19) গ্রাফে বড়সড় স্বস্তি। ফেব্রুয়ারির প্রথম দিনই অনেকটা কমল দৈনিক সংক্রমণ। হ্রাস মৃত্যুহারেও। তুলনায় অনেকটা বেশি সুস্থতার হার। স্বাস্থ্যদপ্তরের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হলেন ১৭৯ জন, রবিবারও এই সংখ্যা ছিল ২২৯।গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬ জনের। এদিন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন ৩০৬ জন। এ নিয়ে রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৭.২৬ শতাংশ।
স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, এ নিয়ে বাংলায় (West Bengal) মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৬৯ হাজার ৯৯৮। এর মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা অবশ্য সাড়ে পাঁচ হাজারেরও কম। করোনার বলি রাজ্যের মোট ১০,১৭৯ জন। আর মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৫ লক্ষ ৫৪ হাজার ৫৭৮। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৮,১৬৮ টি, যার মধ্যে ৭.১১ শতাংশ রিপোর্ট পজিটিভ।
তবে কলকাতা ও উত্তর ২৪ পরগনা, এই দুই জেলায় এখনও অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা হাজারেরও বেশি। সেটাই করোনা পরিস্থিতির আরও দ্রুত উন্নতির পথে বাধা বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। দুই জেলায় এই সংখ্যা যথাক্রমে ১১৮৫ এবং ১৩১১। উত্তর ২৪ পরগনায় দৈনিক সংক্রমণ ৪০, কলকাতায় সংখ্যাটা ২৭। রাজ্যের করোনা গ্রাফে সবচেয়ে ভাল অবস্থানে ঝাড়গ্রাম, কালিম্পং, আলিপুরদুয়ার। অন্যান্য জেলাতেও পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে দাবি স্বাস্থ্যমহলের। তবু মাথাব্যথা থেকে যাচ্ছে দুই জেলা নিয়েই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.