মলয় কুণ্ডু: করোনা (Corona Virus) সংক্রমণ রুখতে রাজ্যে জারি থাকা কড়া বিধিনিষেধের মেয়াদ আরও বাড়ল। বুধবার নবান্নের তরফে জারি করা নির্দেশিকা অনুযায়ী ৩০ জুলাই অবধি বিধিনিষেধ বাড়ানো হয়েছে। সংক্রমণ বাড়তে পারে, একথা মাথায় রেখে ছাড় দেওয়া হল না লোকাল ট্রেন (Local Train) চলাচলে। তবে সপ্তাহে ৫ দিন ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো (Metro Service)। শনি ও রবিবার আমজনতার জন্য মেট্রো চলাচল বন্ধই থাকছে। এদিকে বন্ধ থাকছে স্কুল, কলেজ- সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ও সিনেমা হল।
মার্চ মাস থেকেই রাজ্যে ঊর্ধ্বমুখী ছিল করোনার গ্রাফ। মে মাসে ক্ষমতায় ফেরার পরে সংক্রমণে লাগাম পরাতে রাজ্যে কড়া বিধিনিষেধ জারি করে সরকার।পরিস্থিতির উন্নতির পর থেকে ধাপে ধাপে রাজ্যে স্বাভাবিক পরিস্থিতি ফেরানোর চেষ্টা চালাচ্ছে সরকার। সেই উদ্দেশ্যে কমবেশি ১৫দিন অন্তর জারি হচ্ছে নয়া নির্দেশিকা। ১৫ জুলাই শেষ হচ্ছে চলতি নির্দেশিকার মেয়াদ। ফলে ১৬ তারিখ থেকে নয়া নিয়নকানুন কার্যকর হচ্ছে রাজ্যে।
নবান্নের নয়া নির্দেশিকা অনুযায়ী,
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.