ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বঙ্গবাসীর মনে আশা জাগিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সেপ্টেম্বরের শেষেই রাজ্যে নিয়ন্ত্রণে আসব করোনা। সেই ইঙ্গিতই যেন মিলছে। কারণ গত বেশ কয়েকদিন ধরে রোজই রাজ্যে সংক্রমিতের সংখ্যা ছাড়াচ্ছিল ৩ হাজারের গণ্ডি। কিন্তু সোমবার থেকে ছবিটা অনেকটাই ইতিবাচক। টেস্টের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে সংক্রমণ। ঊর্ধ্বমুখী সুস্থতার হারও। বুধবারও রাজ্যে আক্রান্তের তুলনায় বেশি করোনাজয়ীর সংখ্যাই। যা স্বস্তি দিচ্ছে বঙ্গবাসীকে।
এদিন রাজ্যের স্বাস্থ্যদপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৭৪ জন। যার মধ্যে শুধু কলকাতায় আক্রান্ত ৫৫৪ জন। তবে কলকাতার তুলনায় এদিন সামান্য কম উত্তর ২৪ পরগনার সংক্রমিতের সংখ্যা। সেখানে একদিনে সংক্রমিত ৫১২ জন। তালিকায় এরপরই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় সেখানে ১৮৭ জনের শরীরে থাবা বসিয়েছে করোনা ভাইরাস (coronavirus)। ফলে বর্তমানে রাজ্যে সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৪৭ হাজার ৭৭৫। তবে এর মধ্যে বেশিরভাগই সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে অ্যাকটিভ কেস কমে দাঁড়িয়েছে ২৬ হাজার ৯৫৪-য়। যা গতকালের তুলনায় কম। যদিও এখনও এই মারণ ভাইরাস প্রাণ কেড়ে চলেছে রাজ্যবাসীর। একদিনে রাজ্যে করোনার বলি ৫৫ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ২,৯৬৪ জন।
সংক্রমণের সার্বিক চেহারাটা এখনও বিশেষ স্বস্তি হলেও এর মধ্যে স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। গতকালের তুলনায় অনেকখানি বাড়ল সুস্থতার হার। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান বলছে, বর্তমানে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৭৯.৭৫ শতাংশ মানুষ। গত ২৪ ঘণ্টাতে মারণ ভাইরাস থেকে মুক্ত হয়েছেন ৩ হাজার ৩১৪ জন। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন যথাক্রমে ৫৯৭ ও ৭০০ জন। রাজ্যে এখনও পর্যন্ত করোনাজয়ী ১ লক্ষ ১৭ হাজার ৮৫৭ জন।
করোনা রোগীকে চিহ্নিত করতে লকডাউন করার পাশাপাশি ট্র্যাকিং, ট্রেসিং এবং টেস্টিংয়ে জোর দিয়েছে প্রশাসন। কলকাতায় বাড়ি বাড়ি গিয়েও শুরু হয়েছে কোভিড টেস্ট। বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৪০ হাজার ৩১টি নমুনা টেস্ট হয়েছে। এখনও পর্যন্ত রাজ্যে ১৬ লক্ষ ৭৪ হাজার ১৩৩টি স্যাম্পেল টেস্ট হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.