Advertisement
Advertisement
করোনা

আনলক ওয়ানে চুলোয় সামাজিক দূরত্ব, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা পেরল সাড়ে ৬ হাজার

পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।

Corona positive cases crosses 6500 in West Bengal
Published by: Sulaya Singha
  • Posted:June 3, 2020 8:39 pm
  • Updated:June 3, 2020 8:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্যদপ্তরের দেওয়া কোভিড-১৯-এর পরিসংখ্যান দেখে রীতিমতো মাথায় হাত পড়েছিল বাঙালির। আনলক ওয়ানের দ্বিতীয় দিনই সংক্রমণের সংখ্যা প্রায় ৪০০-র গণ্ডির দিকে পৌঁছে গিয়েছিল। বুধবার গ্রাফ খানিকটা নিম্নগামী হলেও স্বস্তিজনক নয়। বেড়েছে সুস্থ হওয়ার সংখ্যাও।

এদিন স্বাস্থ্যদপ্তরের তরফে জানানো হল, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৪০ জন। ফলে সংক্রমিতের সংখ্যা ছাড়াল সাড়ে ছ’হাজার। বর্তমানে রাজ্যে মোট আক্রান্ত ৬ হাজার ৫০৮ জন। অ্যাকটিভ কেস ৩ হাজার ৫৮৩। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৭০ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৫৮০ জন।

Advertisement

[আরও পড়ুন: আনলক ওয়ানে স্বাভাবিক ছন্দে ফিরছে বিশ্বভারতী, জুনের শেষেই খুলছে বিশ্ববিদ্যালয়]

তবে করোনা নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে এখনই আশার আলো দেখা যাচ্ছে না। কারণ পাল্লা দিয়ে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টাতে ভাইরাসের (Coronavirus) বলি আরও দশজন। বাংলায় মোট মৃতের সংখ্যা ২৭৩। করোনা আক্রান্ত কিন্তু কো-মর্বিডিটির কারণে প্রাণ হারিয়েছেন ৭২ জন। স্বাস্থ্যদপ্তরের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৯,৪৯৯টি। এখনও অবধি মোট ২ লক্ষ ৩২ হাজার ২২৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

১ জুন থেকেই দেশজুড়ে আনলক ওয়ান দফা শুরু হয়েছে। কনটেনমেন্ট জোন ছাড়া বাকি সর্বত্রই শিথিল লকডাউন। বাংলাতেও খুলে গিয়েছে অফিস-কাছারি, ধর্মীয় স্থান। চলছে বাস, অটো, ট্যাক্সিও। সোমবার থেকে খুলে যাবে শপিং মল, রেস্তরাঁও। স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টায় রাজ্য। কিন্তু সামাজিক দূরত্বের তোয়াক্কা না করায় সংক্রমণের আশঙ্কা বেড়েই চলেছে। গোটা দেশেও বৃদ্ধির হার উদ্বেগজনক। স্বস্তি দিচ্ছে না বাংলার পরিসংখ্যানও।

[আরও পড়ুন: ‘ক্লাবগুলিকে দেওয়া ১৩০০ কোটি টাকা ফিরিয়ে পরিযায়ীদের দিন’, মুখ্যমন্ত্রীকে খোঁচা সায়ন্তনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement