Advertisement
Advertisement
Coronavirus

সুখবর! গত কয়েকমাসে রাজ্যে দৈনিক করোনা আক্রান্ত সর্বনিম্ন, কলকাতা নিয়ে জারি চিন্তা

গত ২৪ ঘণ্টায় রাজ্যে দৈনিক করোনা আক্রান্ত ৮৬৩ জন।

Corona in West Bengal: 863 new cases only in last 24 hours, 28 death| Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sucheta Sengupta
  • Posted:January 2, 2021 8:47 pm
  • Updated:January 2, 2021 9:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের শুরুতে সুখবর। করোনা ভাইরাসের (Coronavirus)আরও সংক্রামক ‘বিলিতি’ স্ট্রেনের চোখরাঙানির মধ্যে রাজ্যে করোনা সংক্রমণ গত কয়েকমাসে সবচেয়ে নিম্নমুখী। স্বাস্থ্যদপ্তরের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত রাজ্যের ৮৬৩ জন। মৃত্যু হয়েছে ২৮ জনের। একদিনে করোনার কবল থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ১৪৪৩ জন। 

শীত ক্রমশ বাড়ছে, তার উপর ক্রিসমাস, ইংরাজি নববর্ষের ছুটিতে মানুষজনের আনন্দ উদযাপন, ভিড় – সবমিলিয়ে রাজ্যে করোনা সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা ছিল। নতুন করে মাথাব্যথা বাড়িয়েছিল ব্রিটেনের আরও সংক্রামক করোনার নতুন স্ট্রেন। বাংলায় (West Bengal) সেই ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত ১। তা অচিরেই থাবা বসাতে শুরু করবে, নতুন বছরের গোড়ায় এই আশঙ্কায় কাঁটা আমজনতা। তবে তাঁদের সাহস জোগাল শনিবার রাজ্যের করোনা পরিসংখ্যান। দৈনিক সংক্রমণ গত কয়েকমাসে সর্বনিম্ন, ১০০০এর কম। এ নিয়ে বাংলায় মোট করোনা আক্রান্ত ৫,৫৩, ২১৬, যার মধ্যে এই মুহূর্তে অ্যাকটিভ রোগীর সংখ্যা ১১ হাজার ৮জন।  

Advertisement

[আরও পড়ুন: রেলের পরিত্যক্ত কোচ থেকে উদ্ধার কর্মীর ঝুলন্ত দেহ, মৃত্যুর কারণ নিয়ে ঘনীভূত রহস্য়]

গত ২৪ ঘণ্টায় করোনার কবল থেকে মুক্ত হয়েছেন ১৪৪৩ জন, যা নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা ৫,৩৩,৩০৫। শতকরা হিসেবে ৯৬.২৫। আর করোনার বলি মোট ৯৭৬৬ জন। যদিও গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার সংখ্যা খানিকটা কম – ২৮ হাজার ২৭৫। এর মধ্যে পজিটিভ ৭.৭২ শতাংশ। এ নিয়ে রাজ্যে মোট করোনার  নমুনা পরীক্ষা হয়েছে ৭১,৪৯,৫৩৯। তবে স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান বলছে, কলকাতার করোনা পরিস্থিতি এখনও উদ্বেগে রাখছে বিশেষজ্ঞদের। এখনও মহানগরে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ২৫০০-এর বেশি। করোনা রোগীর সংখ্যা সবচেয়ে কম ঝাড়গ্রামে। 

[আরও পড়ুন: বছর শুরুতেই বন্ধ দুর্গাপুর তাপবিদ্যুৎ কেন্দ্র, দিল্লির সরকারের বিরুদ্ধে আন্দোলনে শ্রমিকরা]

এদিকে, ভ্য়াকসিন আসার প্রস্তুতিও প্রায় সারা। এই সপ্তাহেই শুরু হয়ে গিয়েছে টিকাকরণের মহড়া। রাজ্যের তিন জায়গায় শনিবার হয়েছে প্রস্তুতি শিবির। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বড় ঘোষণা করেছেন, প্রথম দফায় সকলে বিনামূল্যে প্রতিষেধক পাবেন। সবমিলিয়ে, করোনাযুদ্ধে ভারত তথা বাংলা এগিয়ে চলেছে, তা বলাই যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement