Advertisement
Advertisement
Birbhum

উৎসব মিটতেই কোর কমিটির বৈঠকের প্রস্তুতি শুরু বীরভূমে, মুখোমুখি হবেন অনুব্রত-কাজল?

বীরভূম ফেরার পর এই প্রথম কোর কমিটির বৈঠক করবেন অনুব্রত।

Core committee meeting on Birbhum TMC will take place soon
Published by: Tiyasha Sarkar
  • Posted:November 8, 2024 12:13 pm
  • Updated:November 8, 2024 12:13 pm

নন্দন দত্ত, সিউড়ি: দীর্ঘদিনের বন্দিদশা শেষে বীরভূমে ফিরেছেন অনুব্রত মণ্ডল। উৎসব মিটতেই এবার অনুব্রতর উপস্থিতিতে বৈঠকে বসবে জেলা কোর কমিটি। অর্থাৎ এবার জেলা সভাধিপতি কাজল ও জেলা সভাপতি অনুব্রত মণ্ডল মুখোমুখি রাজনৈতিক বিষয়ে আলোচনা করবেন। কিন্তু আদৌ দুজন মুখোমুখি হবেন? শুরু জল্পনা।

অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারির পর থেকে বীরভূমে একটি কোর কমিটি গঠন করে দিয়েছিলেন মু্খ্যমন্ত্রী। গত আগষ্টে জেলা কোর কমিটি বৈঠকে বসেছিল। উৎসবের মাঝে আর বৈঠক হয়নি। তিনমাস পর এবার জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের উপস্থিতিতে হবে বৈঠক। সেখানে থাকবেন জেলা সভাধিপতি কাজল শেখ-সহ অন্যান্য সদস্যরাও। ইতিমধ্যেই শুরু হয়েছে বৈঠকের প্রস্তুতি। কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী জানান, কমিটির সকলের সঙ্গে কথা বলে বৈঠকের দিন স্থির করা হচ্ছে। তবে দলীয় সূত্রে খবর, আগামী ১৬ নভেম্বর বোলপুর জেলা তৃণমূল ভবনে এই বৈঠক বসবে।

Advertisement

উল্লেখ্য, অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারির পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলার সংগঠনের দায়িত্ব নিজের কাঁধে নেন। তখনই তিনি জেলা পরিচালনায় কোর কমিটি গঠন করে দেন। কিন্তু সভাপতি পদ থেকে অনুব্রত মণ্ডলকে সরাননি। অনুব্রত মণ্ডল জামিনে ছাড়া পেয়ে জেলায় ফিরে পুরনো সাম্রাজ্য পেতে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেন। তবে তা কোর কমিটিকে উপেক্ষা করেই। বিষয়টা জানামাত্রই রাজ্যের তরফে অনুব্রতকে কোর কমিটির সঙ্গে আলোচনা করে কর্মসূচি ঘোষণা করার নির্দেশ দেওয়া হয়। তার পরই এবার বৈঠকের আয়োজন করা হচ্ছে। প্রসঙ্গত, অনুব্রত মণ্ডল ও কাজল শেখের সম্পর্ক যে কোনওদিনই সুমধুর নয়, তা সকলেরই জানা। বিজয়া সম্মেলনে অনুব্রত ও তাঁর অনুগামীরা হাজির থাকলেও কাজল-কেষ্টকে একমঞ্চে দেখা যায়নি।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement