সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাহাড়ে শীত প্রায় চলে এলেও মোর্চা নেতাদের জন্য বাড়ছে উত্তাপ। অমিতাভ মালিকের চিতায় গোর্খাল্যান্ড এজেন্ডা কার্যত ঠান্ডাঘরে। হন্যে হয়ে বিমল গুরুংয়ের খোঁজ চালাচ্ছে পুলিশ। এই ডামাডোলে আড়ালে থেকে অডিও বার্তা দিয়ে অনুগামীদের চাঙ্গা করার চেষ্টায় মোর্চা সভাপতি। গুরুংয়ের সবথেকে কাছের লোক রোশন গিরির খোঁজে বুধবার রাতে তল্লাশি পুলিশের। তবে ইউএপিএ অভিযুক্ত রোশনের টিকি পায়নি তদন্তকারীরা। তবে মোর্চার সাধারণ সম্পাদকেরঅভিযোগ, তল্লাশির নামে তার বাড়ি তছনছ করেছে পুলিশ।
[পাহাড়ে গ্রেপ্তার গুরুংপন্থী নেতা দীপক তামাং, উদ্ধার বিশাল অস্ত্রভাণ্ডার]
বুধবার এক অজ্ঞাত জায়গা থেকে পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ জানায় পলাতক রোশান গিরি। মোর্চার এই শীর্ষ নেতার দাবি, দার্জিলিংয়ে তার বাড়িতে হানা দেয় বিশাল পুলিশ বাহিনী। তল্লাশি চালানোর নাম করে লণ্ডভণ্ড করে দেওয়া হয় সমস্ত কিছু। এছাড়াও তার বাড়ি থেকে তিনটি কম্পিউটার ও বেশ কিছু নথিপত্র বোঝাই সুটকেস নিয়ে যায় পুলিশ। এই নিয়ে দার্জিলিংয়ের আইজি মনোজ ভার্মা জানান, হিংসা ও খুনের মতো একাধিক মামলায় অভিযুক্ত মোর্চা নেতাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। সেই মতো অভিযানও চালানো হচ্ছে পাহাড়ে। তবে রোশান গিরির বাড়িতে তল্লাশি চললেও বাড়ি তছনছের অভিযোগ মানতে চায়নি পুলিশ।
প্রসঙ্গতি, সাব-ইন্সপেক্টর অমিতাভ মালিকের মৃত্যুর পর থেকেই প্রবল চাপে মোর্চা নেতারা। ইতিমধ্যে হিংসা ও খুনের মামলায় লুকআউট নোটিশ জারি করা হয়েছে, বিমল গুরুং, আশা গুরুং, রোশান গিরি, প্রকাশ গুরুং, অশোক ছেত্রী ও অমৃতি ইওনজন-এর নামে। পাহাড়ে সরকারি সম্পত্তি নষ্ট করা ও হিংসা ছড়ানোর মামলা চলছে এই ছয় অভিযুক্তের বিরুদ্ধে। ওই মামলায় ২৩ নভেম্বর অভিযুক্তদের হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে দার্জিলিং সিজেএম কোর্ট। হাজিরা এড়ালে অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হতে পারে বলে খবর। তবে পুলিশি অভিযানে অবশ্য মচকাচ্ছে না রোশন গিরি। মোর্চা নেতার বক্তব্য, তিনি অপরাধী নন। মিথ্যা মামলায় তাঁকে ফাঁসানো হচ্ছে। তবে বিচারব্যবস্থায় প্রতি তাঁর আস্থা আছে বলে জানিয়েছে গুরুং ঘনিষ্ঠ এই নেতা।
উল্লেখ্য, পাহাড়ে অশান্তির জেরে জনপ্রিয়তায় ভাঁটা পড়েছে বিমল, রোশনের মতো মোর্চা নেতাদের। তার উপর রয়েছে পুলিশি চাপ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন কোনওভাবেই এই জঙ্গিপনা রেয়াত করা হবে না। পাহাড় বাংলার। মুখ্যমন্ত্রী জিটিএর চেয়ারম্যান হিসেবে বসান বিনয় তামাংকে। এরপরই পাহাড়ের রাজনৈতিক সমীকরণ বদলাতে থাকে। নবান্নের সঙ্গে বিনয়ের ।যোগাযোগে অশনিসংকেত দেখছে গুরুংপন্থীরা। কয়েকদিন আগেই বিমলপন্থী নেতা দীপক তামাংকে গ্রেপ্তার করে পুলিশ। পেডং থেকে উদ্ধার হয় বিশাল অস্ত্রভান্ডার। সব মিলিয়ে এই মুহূর্তের মোড়ক মোর্চার সাপের ছুচো গেলার মতো অবস্থা।
[‘গুরুং মাথায় গুলি খেলে শান্তি পাবে অমিতাভ’, ডিজির কাছে আরজি বিউটির]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.