Advertisement
Advertisement

বিবাহ-বর্হিভূত সম্পর্কের প্রতিবাদ করাতেই কি খুন কিশোর? চাঞ্চল্য করিমপুরে

নদী থেকে উদ্ধার স্কুল পড়ুয়ার দেহ।

Cops suspect extra-marital affair behind Karimpur murder
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 2, 2018 10:47 am
  • Updated:January 2, 2018 10:47 am  

পলাশ পাত্র, নদিয়া: রাতে ক্যারম খেলার নাম করে এক স্কুল পড়ুয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল প্রতিবেশী দুই যুবক। সকালে গ্রামের পাশে নদী থেকে আমিনুল শেখ নামে ওই কিশোরের দেহ উদ্ধার করল পুলিশ। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার করিমপুরের মুরুটিয়ায়। অভিযুক্ত ফাইদুল শেখ, রাজিবুল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, জেরায় আমিনুলকে খুন করার কথা স্বীকার করেছে ফাইবুল। মৃতের পরিবারের অভিযোগ, আমিনুলের কাকিমার সঙ্গে বিবাহ-বর্হিভূত সম্পর্ক ছিল ফাইদুলের। প্রতিবাদ করাতেই ১৫ বছরের ওই কিশোরকে খুন করেছে সে। অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর চালায় গ্রামবাসীরা।

[বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণ, গুরুতর আহত ১ শিশু]

Advertisement

করিমপুর ব্লকের মুরুটিয়ার মাধপাড়া গ্রামে বাড়ি আমিনুল শেখের। স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র সে। মাধপাড়াতেই থাকে তার কাকা ও কাকিমা। স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিযুক্ত ফাইদুলের সঙ্গে বিবাহ-বর্হিভূত সম্পর্ক ছিল আমিনুলের কাকিমার। এই নিয়ে গ্রামে অশান্তিও হয়েছিল। মাস দুয়েক আগে নিজেদের মধ্যে বিষয়টি মীমাংসার করার চেষ্টা করেছিলেন গ্রামবাসীরা। কিন্তু, কোনও লাভ হয়নি। ফাইবুলের সঙ্গে সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন ওই মহিলা। বিষয়টি মেনে নিতে পারেনি আমিনুল। প্রতিবাদ করেছিল সে। পরিবারের লোকের দাবি, সোমবার রাতে ক্যারম খেলার নাম করে আমিনুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ফাইদুল ও তার বন্ধু রাজিবুল। রাতে আর বাড়ি ফেরেনি সে। মঙ্গলবার সকালে গ্রামে পাশেই ভৈরব নদীতে তার দেহ ভাসতে দেখেন গ্রামবাসীরা। মুরুটিয়া থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। ঘটনায় মাধপাড়া গ্রামে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েন। অভিযুক্ত ফাইদুল ও রাজিবুলের বাড়িতে ভাঙচুর চালান গ্রামবাসীরা। আমিনুলের মায়ের অভিযোগের ভিত্তিতে দু’জনকেই গ্রেপ্তার করেছে মুরুটিয়া থানার পুলিশ। পুলিশের দাবি, জেরায় ওই কিশোরকে খুনের কথা স্বীকার করেছে ফাইদুল।

[উপনির্বাচনে বড় চমক গেরুয়া শিবিরের, উলুবেড়িয়ায় বিজেপির প্রার্থী ইশরাত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement