Advertisement
Advertisement

Breaking News

South 24 Parganas

রাতভর তল্লাশি, দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা থেকে উদ্ধার প্রচুর অস্ত্র, গ্রেপ্তার বহু

বানচাল করা হয়েছে ডাকাতির ছকও।

Cops seize massive arms cache from South 24 Parganas with many arrested | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:March 26, 2022 2:32 pm
  • Updated:August 22, 2022 2:56 pm  

দেবব্রত মণ্ডল, বারুইপুর: বগটুই গ্রামে আগুনে পুড়ে নিরীহ গ্রামবাসীদের মৃত্যুর পর গ্রামে গিয়ে মুখ্যমন্ত্রী পুলিশকে কড়া নির্দেশ দিয়েছিলেন, রাজ্যজুড়ে আগ্নেয়াস্ত্র (Arms) উদ্ধারে ব্যাপক তল্লাশি চালাতে হবে। সেইমতো ওইদিন থেকেই জেলায় জেলায় তল্লাশি অভিযানে নেমেছে পুলিশ। নানা জায়গা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের পাশাপাশি দুষ্কৃতীদের ধরপাকড়ও চলছে। এবার দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বিস্তীর্ণ জায়গা থেকে উদ্ধার হল বিপুল আগ্নেয়াস্ত্র। পুলিশ সূত্রে খবর, অন্তত ২৮ জনের বিরদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে।

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র।

বারুইপুর (Baruipur) জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার পাঁচটি বেআইনি আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ১২ জন দুষ্কৃতী। বিভিন্ন থানায় দায়ের হওয়া একাধিক সমাজবিরোধী মামলায় মোট ধৃত ৩৭ জন। আগাম সাবধানতা অবলম্বনের জন্য মোট ১৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার ২৮ জন। এছাড়া ভাঙড় থেকে দেশীয় প্রক্রিয়ায় তৈরি অস্ত্র, কার্তুজ উদ্ধার হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে একজনকে।

Advertisement

[আরও পড়ুন: নিরাপত্তা বাড়ছে শুভেন্দু অধিকারীর, Z প্লাস সুরক্ষা দেওয়ার সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রকের]

বারুইপুর পুলিশ জেলার থানায় থানায় শুক্রবার দিনভর চলল তল্লাশি, নাকা। উদ্ধার দুইটি বেআইনি আগ্নেয়াস্ত্র। এছাড়াও ২৩ টি জামিন অযোগ্য পরোয়ানায় গ্রেপ্তার বেশ কয়েকজন দুষ্কৃতী। নির্দিষ্ট মামলায় গ্রেপ্তার আরও ২২ জন। আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে কাশীপুর এবং ভাঙড়ে (Bhangar)। এছাড়া, গোপন খবর পেয়ে পুলিশি তল্লাশি চালিয়ে জীবনতলা থানার ঘুটিয়ারি ফাঁড়ি ধরলো পাঁচ দুষ্কৃতীকে সঙ্গে নিয়ে উদ্ধার করা হয়েছে একটি বেআইনি আগ্নেয়াস্ত্র। বানচাল হয়েছে ডাকাতির ছকও। আবার বাসন্তী, ক্যানিং, কুলতলি এবং গোসাবা থানা এলাকায় উদ্ধার আরও চারটি আগ্নেয়াস্ত্র।

[আরও পড়ুন: পরা যাবে না ছেঁড়া জিনস, কলকাতার কলেজের নয়া পোশাক ফতোয়া নিয়ে তুঙ্গে বিতর্ক!]

এছাড়া মুর্শিদাবাদে সামশেরগঞ্জ থেকেও উদ্ধার হয়েছে প্রচুর বোমা। সূত্রের খবর, জার, গাছের কোটর থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। তবে পুলিশ আরও সক্রিয়তার সঙ্গে তল্লাশি চালাচ্ছে বলে খবর। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement