স্টাফ রিপোর্টার, মালদা: শিয়ালদহ থেকে মালদাগামী গৌড় এক্সপ্রেস থেকে চুরি যাওয়া রাজ্যের দুই কংগ্রেস বিধায়কের মালপত্র অবশেষে উদ্ধার হল। বিধায়ক সমর মুখোপাধ্যায়ের চুরি যাওয়া সামগ্রী মুর্শিদাবাদের সুজনিপাড়া স্টেশন থেকে উদ্ধার করল পুলিশ। যদিও কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে খবর পুলিশ সূত্রে। আর এক বিধায়ক আসিফ মেহবুবের মোবাইল ও ট্যাব সাঁইথিয়া রেল পুলিশ উদ্ধার করেছে বলে সূত্রের খবর।
মঙ্গলবার শিয়ালদহ থেকে মালদাগামী গৌড় এক্সপ্রেস থেকে সর্বস্ব চুরি গিয়েছিল রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায় ও চাঁচোলের বিধায়ক আসিফ মেহবুবের। শীততাপ-নিয়ন্ত্রিত কামরায় সফর করছিলেন এই দুই বিধায়ক। ঘটনার পরই মালদা জিআরপিতে অভিযোগ জানিয়েছিলেন দুই বিধায়ক। তবে জিনিসপত্র উদ্ধার হলেও দুই ক্ষেত্রে ধরা পড়েনি চোর। তবে কী বিধায়কদের জিনিস বলেই ভয় পেয়ে যায় চোরেরা? আর তাই সুজনিপাড়া ও সাঁইথিয়া স্টেশনে জিনিসপত্র রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা! এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও রেল পুলিশের দাবি, চুরি যাওয়া সামগ্রী তারাই উদ্ধার করেছে। তবে চোরদের ধরা গেল না কেন সেই বিষয়ে কিন্তু প্রশ্ন রয়েই যাচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.