Advertisement
Advertisement

রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্র কান্দি, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি

অস্ত্র নিয়ে মিছিলে ঢুকে গণ্ডগোল পাকিয়েছে বহিরাগতরা, দাবি বিজেপির।

Cops baton charge Ram Navami rally in Kandi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 26, 2018 5:24 pm
  • Updated:July 20, 2019 3:37 pm  

চন্দ্রজিৎ মজুমদার, কান্দি:  পঞ্জিকা মতে, রাম নবমী ছিল রবিবার। কিন্তু, সেদিন গণ্ডগোল হওয়া তো দূর অস্ত, মুর্শিদাবাদের কান্দিতে মিছিলই বের করেনি স্থানীয় বিজেপি নেতৃত্ব। মিছিল বেরল সোমবার। আর সেই মিছিলকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটল মুর্শিদাবাদের এই ছোট জনপদে। মিছিলকারীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বাঁধল। উত্তেজনা ছড়াল থানাতেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। বিজেপি নেতা লাবণ্য দাসের দাবি, অস্ত্র নিয়ে মিছিলে ঢুকে গণ্ডগোল পাকিয়েছে বহিরাগতরা।

[ত্রিশূল হাতে রাম নবমীর মিছিল, লকেটের বিরুদ্ধে মামলা দায়ের পুলিশের]

Advertisement

মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, প্রশাসনিক নিষেধাজ্ঞা। সবকিছু উপেক্ষা করেই রবিবার রাম নবমী উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে অস্ত্র মিছিল করেছে বিজেপি। বীরভূমের রামপুরহাটে ত্রিশূল হাতে মিছিল হাঁটায় দলের মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মামলাও রুজু করেছে জেলা পুলিশ। কিন্তু, একদা কংগ্রেসের গড় বলে পরিচিত মুর্শিদাবাদের কান্দিতে সেদিন মিছিল হয়নি। গণ্ডগোলের তো প্রশ্নই নেই। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, গণ্ডগোলের আশঙ্কায় রাম নবমীর দিন মিছিল করেননি তাঁরা। সোমবার কান্দি বাসস্ট্যান্ড থেকে রামের মূর্তি নিয়ে মিছিল বেরিয়েছিল। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে অস্ত্র ছিল না। ছিল না বিজেপি দলীয় পতাকাও। দলের কান্দি বিধানসভা এলাকার দায়িত্বপ্রাপ্ত নেতা লাবণ্য দাস জানিয়েছেন, শান্তিপূর্ণভাবেই মিছিল হচ্ছিল। কিন্তু, আচমকাই কয়েকজন যুবক অস্ত্র নিয়ে মিছিলে ঢুকে পড়েন। তাঁরা কেউই বিজেপি কর্মী বা সমর্থক নন। বাধা দিলে, পুলিশের উপর চড়া হন ওই অস্ত্রধারী যুবকরা। চোখে নিমেষে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের সঙ্গে তাঁদের খণ্ডযুদ্ধ বেধে যায়। পুলিশকর্মীদের লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। রণক্ষেত্রে চেহারা নেয় কান্দি বাসস্ট্যান্ড এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পালটা লাঠিচার্জ করে পুলিশও। প্রতিবাদে কান্দি থানায় ঢুকে বিক্ষোভ দেখানোর চেষ্টা করেন বিজেপি কর্মী-সমর্থকরা। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

[রাম নবমীর শোভাযাত্রায় মৃত্যুকে কেন্দ্র করে চাপানউতোর পুরুলিয়ায়

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement