বিপ্লবচন্দ্র দত্ত, কৃষ্ণনগর: কুপ্রস্তাবে রাজি হননি। তাই ২৫ বছরের যুবতীর মুখে অ্যাসিড ছোঁড়ার অভিযোগ উঠল দূরসম্পর্কের কাকার বিরুদ্ধে। ওই যুবতী যখন ঘুমোচ্ছিলেন তখন তাঁর মুখে অ্যাসিড ছোঁড়া হয় বলে জানা গিয়েছে। এর ফলে ওই তাঁর মুখ ও শরীরের কয়েকটি জায়গা পুড়ে গিয়েছে। বর্তমানে গুরুতর জখম অবস্থায় তিনি ভরতি রয়েছেন কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে। আর ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার জঘাটা গ্রাম পঞ্চায়েতের ঘুগরাগাছি গ্রামে। ওই যুবতির বাড়ির লোক অভিযুক্তের বিরুদ্ধে কৃষ্ণগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই যুবকের নাম নটবর বিশ্বাস ওরফে নাটু। আর অবিবাহিত ওই যুবকের বাড়ির কাছে থাকতেন তার দুঃসম্পর্কের ভাইঝি। স্বামীর সঙ্গে মনোমালিন্যের কারণে কয়েকমাস আগে সন্তানকে নিয়ে বাপের বাড়িতে চলে এসেছিলেন তিনি। এসময়ই তাঁর প্রতি কুদৃষ্টি পড়েছিল দূরসম্পর্কের কাকা নাটুর। আক্রান্তের বাড়ির লোকের অভিযোগ, মাঝেমধ্যেই ওই যুবতীকে কুপ্রস্তাব দিত নাটু। কিন্তু, প্রতিবারই সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন যুবতী। সম্ভবত সেই কারণেই প্রতিহিংসার আগুন জেগে উঠেছিল নাটুর মনে। অ্যাসিড দিয়ে পুড়িয়ে যুবতীর মুখ বিকৃত করে দেওয়ার হুমকিও দিয়েছিল সে।
বৃহস্পতিবার রাতে বাবা-মায়ের সঙ্গে নিজের পাঁচ বছরের সন্তানকে নিয়ে ঘরের মেঝেতে ঘুমিয়ে ছিলেন যুবতী। সেসময় তাঁদের বাড়ির চিলেকোঠার ঘরের মধ্যে দিয়ে ঢুকে তাঁর মুখ ও শরীরে অ্যাসিড ছিটিয়ে দেয় নাটু। ঘুমের মধ্যেই অ্যাসিডের জ্বালায় চিৎকার চেঁচামেচি শুরু করে দেন যুবতীটি। চিৎকারে ঘুম ভেঙে যায় তাঁর বাবা-মায়ের। বেগতিক বুঝে ঘরের ছাদের উপর থেকে লাফ মেরে পালিয়ে যায় অভিযুক্ত। এরপর বাড়ির লোকজন যুবতীটিকে প্রথমে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতাল ও পরে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই যুবতীর মুখ ও শরীরের কয়েকটি জায়গায় দগ্ধ হয়ে গিয়েছে। ফলে যন্ত্রণায় ছটফট করছেন তিনি।
অভিযুক্তের দাদা বলেন, “ওই যুবতী সম্পর্কে আমাদের ভাইঝি হয়। ফলে রোজই বাড়িতে যাওয়া-আসা করত। আমি আগে কিছুই জানতাম না। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে শুনি, আমার ভাই ওর মুখে অ্যাসিড ছুঁড়েছে। ও যদি অন্যায় করে থাকে, তবে অবশ্যই শাস্তি হওয়া উচিত। এতে আমাদের কিছু বলার নেই।” এপ্রসঙ্গে কৃষ্ণনগরের পুলিশ সুপার জাফর আজমল কিদোয়াই জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জেরা করে কোথা থেকে ও কীভাবে সে অ্যাসিড জোগাড় করল তা জানার চেষ্টা চলছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.