ধৃতদের আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি : রতন দে।
রাজা দাস, বালুরঘাট: কালীপুজোর রাতে মদ্যপ দুষ্কৃতীদের রুখতে গিয়ে আক্রান্ত বালুরঘাট থানার এএসআই। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের ৫১২ নম্বর জাতীয় সড়কে। অভিযুক্ত চার দুষ্কৃতীকে আটক করেছে পুলিশ। ধৃতদের এদিন বালুরঘাট জেলা আদালতে তোলা হয়েছে। ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।
জানা গিয়েছে, আক্রান্ত পুলিশকর্মীর নাম পবিত্র রায়। তিনি বালুরঘাট থানার এএসআই পদে কর্মরত। মাথায় গুরুতর চোট পেয়েছেন পবিত্রবাবু। রাতেই তাঁকে বালুরঘাট জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে। দক্ষিণ দিনাজপুরে দুটি নাকা পয়েন্ট রয়েছে। একটি নাকা পয়েন্টের অবস্থান ৫১২ নম্বর জাতীয় সড়ক লাগোয়া পতিরাম বাহিচা এলাকায়। কালীপুজোর রাতে সেখানকার দায়িত্বে ছিলেন ওই এএসআই ও বেশ কয়েকজন সিভিক ভলান্টিয়ার। রাত বারোটা নাগাদ জাতীয় সড়কেই বেপরোয়া গতিতে ছুটছিল একটি অটো। দুর্ঘটনার আশঙ্কায় প্রায় সঙ্গে সঙ্গেই অটোর চালককে সতর্ক করেন পবিত্রবাবু। অভিযোগ, গতি কমানোর বদলে পুলিশকেই পালটা দেখে নেওয়ার হুমকি দিয়ে অটোটি যাত্রী-সহ অদৃশ্য হয়।
এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই একদল মদ্যপ যুবক ওই নাকা পয়েন্টে এসে হামলা চালায়। কর্তব্যরত এএসআইকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। মারধরের পর এলাকা থেকে দুষ্কৃতীরা চম্পট দিলে আক্রান্ত পবিত্র রায়কে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রডের আঘাতে ওই পুলিশকর্মীর মাথা ফেটেছে। মাথায় আটটি সেলাই দেওয়া হয়েছে। এই ঘটনার পরেই দুষ্কৃতীদের খোঁজে তল্লাশিতে নামে বালুরঘাট থানার পুলিশ। মঙ্গলবার ভোররাতের দিকে চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়। বালুরঘাট মহকুমার ডিএসপি ধীমান মিত্র বলেন, চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত বাকিদের খোঁজ চলছে। ধৃতদের হেফাজতে পেলে জিজ্ঞাসাবাদ করা হবে। রাতে ঠিক কি ঘটেছিল তা খতিয়ে দেখা হচ্ছে।
ছবি: রতন দে
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.