Advertisement
Advertisement
Nandigram

কাঁথির পর এবার নজরে নন্দীগ্রামের সমবায় ভোট, জিততে মরিয়া শাসক-বিরোধী শিবির

এই সমবায় নির্বাচন নিয়ে বাড়ছে তৃণমূল, বিজেপি রাজনৈতিক উত্তাপ। ভোটের লড়াইয়ের ময়দানে সিপিএমও রয়েছে।

Cooperative elections in Nandigram, TMC-BJP desperate to win
Published by: Suhrid Das
  • Posted:December 17, 2024 1:26 pm
  • Updated:December 17, 2024 2:03 pm  

চঞ্চল প্রধান, হলদিয়া: নন্দীগ্রামের দেবীপুর দেশপ্রাণ সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন বোর্ড প্রতিনিধি নির্বাচন ২৭ ডিসেম্বর। সমবায়ের মোট ১২টি আসনের জন্য এই নির্বাচন হবে। তার আগে সোম ও আজ, মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা রয়েছে। সোমবার বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের তরফে নাম জমা পড়েছে।

বিজেপির তরফে নাম জমা পড়েছে ১২টি। বিজেপির তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য সুদীপ দাসের নেতৃত্বে এদিন সমবায় দপ্তরে বিজেপি প্রার্থীদের নাম জমা দেওয়া হয়েছে। পাশাপাশি তৃণমূলের তরফে সোমবার জমা দেওয়া হয়েছে ৬টি মনোনয়নপত্র। বাকি ৬টি মনোনয়নপত্র আজ, মঙ্গলবার জমা দেওয়া হবে বলে খবর। এই সমবায় ভোটের লড়াইয়ের ময়দানে সিপিএমও নেমেছে। সিপিএমের তরফে মনোনয়নপত্র দেওয়ার জন্য আবেদনপত্র তোলা হয়েছে সোমবার। মঙ্গলবার তারা মনোনয়নপত্র জমা দেবে বলে জানা গিয়েছে।

Advertisement

৫০ বছরের পুরনো এই সমবায়। এতদিন মনোনীত প্রতিনিধিরাই এই সমবায় পরিচালনার কাজ করে এসেছেন। এবার প্রথম নির্বাচন হতে চলেছে। দেবীপুর, ধনেশ্বরপুর, বনশ্রীগৌরী, বাহাদুরপুর এবং রতনপুর গ্রাম এলাকার ৭৯৯ জন সদস্য প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন। বিজেপি নেতা সুদীপ দাস বলেন, “হরিপুর অঞ্চলে বিজেপির শক্ত ঘাঁটি রয়েছে। স্বাভাবিকভাবে আমরা এই এলাকার এই সমবায় ভোট বৈতরণী হেলায় পার হতে পারব। আমাদের এখানে বিরোধী শূন্য বোর্ড হবে বলে মনে করছি।” অন্যদিকে, এই ভোটের লড়াইয়ে তৃণমূল কংগ্রেস আশাবাদী। বিজেপির সঙ্গে জোট টক্কর দিতে সাংগঠনিক শক্তি কাজে লাগাচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের নন্দীগ্রাম ১ নম্বর ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেন, “আমরা বিনাযুদ্ধে এক ইঞ্চিও জমি ছাড়ছি না। বিজেপি সাংগঠনিক শক্তির জোর দেখাচ্ছে। সংগঠনটাই নেই। শক্তি তো দূরের কথা। আমরা মানুষের শক্তিতে বিশ্বাসী। দেখা যাক, কারা শেষ হাসি হাসে।”

কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের ভোটে তৃণমূল কংগ্রেস চমকপ্রদ সাফল্য পেয়েছে। সেই প্রভাব পূর্ব মেদিনীপুর জেলার অন্যান্য সমবায় নির্বাচনে পড়বে বলে মনে করছেন তৃণমূল নেতৃত্ব। সেই সুবাদে দেবীপুর দেশপ্রাণ সমবায় নির্বাচনেও ভালো ফলের আশায় বুক বেঁধেছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। অন্যদিকে, সিপিএমও এই ভোটযুদ্ধে আশার আলো দেখছে। বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের ভোট কাটাকাটির লড়াইয়ে সিপিএম ভালো জায়গা করতে পারবে, তেমনটাই জানিয়েছেন সিপিএমের স্থানীয় হরিপুর অঞ্চল কমিটির কনভেনার অনুপ পাল। তিনি বলেন, “আমাদের সাংগঠনিক ক্ষমতা অনুযায়ী ১২টি আসনের মধ্যে আমরা ৬টি আসনে লড়াই করছি। তবে আমরা যথেষ্ট আশাবাদী। যারা এতদিন মিথ্যা কথা বলে মানুষকে ভুল বুঝিয়েছে, সেই জায়গা থেকে সরে আসার পরামর্শ দেব ভোটারদের।” ত্রিমুখী এই লড়াইয়ের ময়দানে শেষপর্যন্ত কারা বিজয় পতাকা ওড়াবে? সেটাই এখন দেখার বিষয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement