সুমন করাতি, হুগলি: কালীপুজোর (Kali Puja 2023) সকালে লক্ষ্মীপুজোর খাওয়াদাওয়ার প্রস্তুতির সময় দুর্ঘটনা। গ্যাস লিক করে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল হুগলির চুঁচুড়ায়। স্থানীয়দের তৎপরতায় আয়ত্তে আসে পরিস্থিতি। তবে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।
জানা গিয়েছে, হুগলির চুঁচুড়ার ঘটকপাড়ার বাসিন্দা সুবোধ মল্লিক। তাঁর বাড়িতে প্রতিবছর লক্ষ্মীপুজো উপলক্ষে খাওয়াদাওয়ার আয়োজন করা হয়। এবছরও তার অন্যথা হয়নি। রবিবার অর্থাৎ কালীপুজোর দিন দুপুরে খাওয়াদাওয়া হওয়ার কথা ছিল। সেই মতো ছাদে শুরু হয় রান্না। আচমকাই গ্যাসের পাইপ লিক করে আগুন ধরে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। আতঙ্কিত হয়ে পড়েন সকলে0।
তড়িঘড়ি সেখানে উপস্থিত এলাকার বাসিন্দারাই তড়িঘড়ি আগুন আয়ত্তে আনার কাজে হাত লাগায়। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন আয়ত্তে আসে। বরাতজোরে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গিয়েছে। তবে ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এলাকার বাসিন্দা এক মহিলা বলেন, “দীর্ঘদিন ধরে এই বাড়িতে পুজো ও খাওয়াদাওয়া হয়। এদিন আচমকা আগুন লেগে যায়। সুবোধ দা ও ওনার ছেলে কোনওক্রমে ছাদ থেকে নেমেছেন। কপাল ভালো যে বড়সড় কিছু ঘটেনি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.