Advertisement
Advertisement

Breaking News

কোচবিহারে ছাত্র খুনের ঘটনায় গ্রেপ্তার আরও এক অভিযুক্ত

ধৃত জামিরুল হক কোচবিহার কলেজেরই প্রাক্তন ছাত্র৷

Coochbehar: One more accused arrested in student murder case
Published by: Tanumoy Ghosal
  • Posted:August 3, 2018 1:28 pm
  • Updated:August 3, 2018 4:59 pm  

বিক্রম রায়, কোচবিহার: কোচবিহারে ছাত্র খুনের ঘটনায় পুলিশের জালে আরও এক অভিযুক্ত৷ বাংলা-অসম সীমান্ত লাগোয়া বক্সিরহাট থেকে গ্রেপ্তার জামিরুল হক৷ কোচবিহার কলেজেরই প্রাক্তন ছাত্র সে৷ কলেজের ছাত্রনেতা মাজিদ আনসারিকে খুনের ঘটনায় এরআগে মুন্না খানকে নামে এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তবে এখনও অধরা মূল অভিযুক্ত অভিজিৎ বর্মন৷

[ কোচবিহারে ছাত্র খুনের ঘটনায় গ্রেপ্তার তৃণমূল নেতা মুন্না খান]

Advertisement

কোচবিহার কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন মাজিদ আনসারি৷ তৃণমূল ছাত্র পরিষদ করতেন তিনি৷ কলেজের ইউনিটের আহ্বায়কও ছিলেন মাজিদ৷ ভরদুপুরে কলেজ থেকে ফেরার পথে, কোচবিহারের শহরের রেলগুমটি এলাকায় মাজিদ লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা৷ ঘটনাটি ঘটেছে ১৩ জুলাই৷ শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে যমে-মানুষে টানাটানি চলে৷ ২৫ জুলাই রাতে মারা যান কোচবিহার কলেজের ছাত্র মাজিদ আনসারি৷ তাঁর মৃত্যুর খবর পৌঁছতেই উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহার শহর৷ সুবিচারের দাবিতে কোচবিহার কলেজের সামনে ব্লেড হাতে অবস্থান বিক্ষোভে বসে পড়েন পড়ুয়ারা৷ সুবিচার না পেলে গণ আত্মহত্যার হুমকি দেন তাঁরা৷ মাজিদের দেহ নিয়ে পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখান কোচবিহারের বিভিন্ন কলেজের পড়ুয়া৷ ২৭ জুলাই টিএমসিপির ডাকে জেলা জুড়ে বনধ পালিত হয়৷

কোচবিহার জেলায় যেদিন বনধ পালিত হয়, তার আগের দিন রাতে তৃণমূল নেতা মুন্না খানকে গ্রেপ্তার করে পুলিশ৷ মাজিদ আনসারি খুনে অভিযুক্তদের মুন্না আশ্রয় ও উসকানি দিয়েছিল বলে অভিযোগ৷ পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে গা-ঢাকা দিয়েছিল আর এক অভিযুক্ত জামিরুল হক৷ বৃহস্পতিবার বাংলা-অসম সীমান্ত লাগোয়া কোচবিহারের বক্সিরহাটের শিবঘাগরি জোরাই মোড়ে ধরা পড়ে যায় সে৷ তদন্তকারীদের দাবি, এফআইআরেও নাম আছে জামিরুলের৷ তবে মূল অভিযুক্ত অভিজিৎ বর্মন এখনও অধরা৷

[জঙ্গলমহলে অস্ত্রভাণ্ডার, শালবনির জঙ্গল থেকে উদ্ধার গুলি ভরতি কন্টেনার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement