স্টাফ রিপোর্টার, কোচবিহার: কোচবিহারের আজ থেকে শুরু ঐতিহ্যবাহী রাসউৎসব৷ তবে অনান্য বছর যেভাবে কোচবিহার রাম পরিবারের কূলদেবতা মদনমোহন দেবের রাসউৎসব এবং পুরসভা পরিচালিত রাসমেলা একই দিনে উদ্বোধন হয়ে থাকে এবার তাতে রদবদল হওয়ায় কার্যত কোনও তাপ-উত্তাপই নেই মানুষের মধ্যে৷
উপনির্বাচনের কারণে আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হবে রাসমেলা৷ তাই নিয়ম মেনে মদনমোহন বাড়িতে আলোর রোশনাইয়ে আজ রাস উৎসবের উদ্বোধন হলেও মেলার মাঠ ডুবে অন্ধকারেই৷ প্রথা মেনে আজ সন্ধ্যায় পুজোর পর রাসচক্র ঘুরিয়ে মদনমোহন দেবের রাসউৎসবের উদ্বোধন করবেন কোচবিহারে জেলাশাসক পি উলগানাথান৷ ইতিমধ্যে সাজিয়ে তোলা হয়েছে গোটা মদনমোহন বাড়িকে৷ রাসচক্র বসানোর কাজ করছেন আলতাফ মিয়া৷ আলোয় ভাসছে গোটা মদনমোহন বাড়ি৷ কোচবিহারের জেলাশাসক তথা দেবোত্তর ট্রাস্ট বোর্ডের সভাপতি পি উলগানাথান বলেন, মদনমোহন দেবের রাসউৎসব নিয়ম মেনেই শুরু হবে৷ উপনির্বাচনের কারণে সকলের অনুরোধ মেনে শুধু পুরসভা পরিচালিত রাসমেলা চালু হবে আগামী ২৩ নভেম্বর৷
বিভিন্ন মহল সূত্রে খবর, ১৯১৮ সালে জ্বর ও ১৯২৩ সালে কলেরার কারণে দু’বার রাসমেলা বন্ধ ছিল৷ তারপর ১৯৮৪ সালে রাজনৈতিক কারণে মেলা পিছিয়ে দেওয়া হয়েছিল৷ আর তারপর এ বছর অর্থাৎ ২০১৬৷ উপনির্বাচনের কারণে মদনমোহন ঠাকুরের রাসউৎসব শুরু হয়ে গেলেও অঙ্গাঙ্গিভাবে জড়িত রাসমেলার উদ্বোধন হবে আগামী ২৩ নভেম্বর৷
এদিকে এ মুহূর্তে মদন মোহন বাড়িতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি৷ গোটা মদনমোহন বাড়ি রং করে সাজিয়ে তোলা হয়েছে৷ চারদিকে বিভিন্ন পৌরাণিক কাহিনী অবলম্বনে মূর্তি বসানোর কাজ শেষ৷ শিশুদের আকর্ষণের পুতনা রাক্ষসীর মূর্তির নির্মাণকাজ শেষ প্রায়৷ পুজোর জায়গাও তৈরি হয়ে গিয়েছে৷ তবে এ বছর দেবোত্তর ট্রাস্ট বোর্ডের মঞ্চে স্থানীয় শিল্পীদের কীর্তন, ভাগবত পাঠ ও ধর্মীয় শাস্ত্র পাঠের আয়োজন থাকছে৷ প্রতিবছর কলকাতার বিভিন্ন যাত্রা দলের যাত্রাপালার পরিমাণ এবার কমিয়ে দেওয়া হয়েছে৷ কারণ নির্বাচনের কারণে নিরাপত্তাকর্মীরা ব্যস্ত থাকায় ঝুঁকি নিচ্ছে না দেবোত্তর ট্রাস্ট বোর্ড৷ তবে মেলা শুরু হলে এবং তার জন্য নিরাপত্তারক্ষীরা চলে এলে যাত্রাপালা শুরু হবে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.