Advertisement
Advertisement

ফের বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণ, দিনহাটায় জখম ১ সিআইডি আধিকারিক

অসতর্কতার মাশুল।

Cooch Behar: CID officer injured as bomb goes off during botched disposal

ছবি: প্রতীকী

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 21, 2018 4:30 pm
  • Updated:August 1, 2019 5:17 pm  

অরূপ বসাক: ফের বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে অসতর্কতার মাশুল। বরাতজোরে প্রাণে বাঁচলেন এক সিআইডি কর্মী। বুধবার দুপুরে কোচবিহারের দিনহাটায় যখন বোমা নিষ্ক্রিয় করা হচ্ছিল, তখনই আচমকাই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে গুরুতর আহত হন তিনি। দিনহাটা হাসপাতালে ভরতি ওই সিআইডি আধিকারিক। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। অসতর্কতা তো ছিলই। বম্ব স্কোয়াড না ডেকে কেন সিআইডি কর্মীরা বোমাটি নিষ্ক্রিয় করছিলেন? সেই প্রশ্ন উঠেছে।

[ফ্ল্যাট থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার গৃহকর্তা ও পরিচারিকা, চাঞ্চল্য শিলিগুড়িতে]

Advertisement

কোচবিহার জেলার মহকুমাশহর দিনহাটা। এই শহর থেকে ভারত-বাংলাদেশ সীমান্ত খুব বেশি দূরে নয়। মঙ্গলবার সীমান্তবর্তী এলাকা থেকে একটি শক্তিশালী বোমা উদ্ধার করে বিএসএফ। বোমাটি দিনহাটা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার দুপুরে দিনহাটা শহরের কৃষিমেলার মাঠে বোমাটি নিষ্ক্রিয় করতে যান সিআইডি আধিকারিকরা। কোনওরকম সতর্কতা ছাড়াই খালি হাতে বোমাটি নিষ্ক্রিয় করছিলেন তাঁরা। আচমকাই বিস্ফোরণ ঘটে। শক্তিশালী বোমার বিস্ফোরণে গুরুতর জখম হন রাজ্য গোয়েন্দা বিভাগের আধিকারিক দেবাশিস মিত্র। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় দিনহাটা হাসপাতালে। এখন সেখানে চিকিৎসা চলছে তাঁর। চিকিৎসকরা জানিয়েছেন, শারীরিক অবস্থা আশঙ্কাজনক। বোমা নিষ্ক্রিয় করার সময়ে সতর্কতার যে বালাই ছিল না, তা তো দুর্ঘটনা থেকে স্পষ্ট। প্রশ্ন উঠেছে, বম্ব স্কোয়াড না ডেকে সিআইডি আধিকারিকরাই বা কেন বোমাটি নিষ্ক্রিয় করতে গিয়েছিলেন? এই প্রশ্নের কোনও সুদুত্তর মেলেনি। তবে বিস্ফোরণের পর দুর্ঘটনাস্থল ঘিরে ফেলে দিনহাটা থানার পুলিশ। কাউকে ধারেকাছে ঘেঁষতে দেওয়া হয়নি।

[পর্ষদের নিয়ম ভেঙে দেড় ঘণ্টা আগে মাধ্যমিকের প্রশ্নপত্র খুলে ফেললেন প্রধান শিক্ষক!]

২০১৩ সালে আলিপুরদুয়ারে বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে প্রাণে গিয়েছিল বম্ব স্কোয়াডেরই এক কর্মীর। শহরের চৌপথী এলাকায় সাইকেলে রাখা্ টিফিন বাক্স থেকে আইইডি উদ্ধার করে পুলিশ। খবর যায় বম্ব স্কোয়াডে। পরের দিনে সকালে আলিপুরদুয়ারের বাবুপাড়ায় বিএমসি ক্লাবের মাঠে আইইডি নিষ্ক্রিয় করতে যান বম্ব স্কোয়াডের আধিকারিকরা। তখনই ঘটে বিপত্তি! প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনাস্থলেই মারা যান বম্ব স্কোয়াডের এক আধিকারিক। কিন্তু, সেই ঘটনা থেকে পুলিশ বা সিআইডি যে কোনও শিক্ষা নেয়নি, বুধবারের ঘটনায় তা স্পষ্ট হয়ে গেল।

[কেনা ঘিয়ে নেই চেনা গন্ধ, বাজার থেকে আনা প্রিয় জিনিসটা নকল নয়তো!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement