Advertisement
Advertisement

Breaking News

রাজ পরিবারের মহালক্ষ্মী পুজোয় উন্মাদনা কোচবিহারে

বলি দিয়ে মহালক্ষ্মী পুজো রাজ আমল থেকেই হয়ে আসছে৷

Cooch Behar Celebrates Royal Family’s Mahalakshmi Puja
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 15, 2016 3:38 pm
  • Updated:October 15, 2016 3:38 pm  

স্টাফ রিপোর্টার: কোচবিহার রাজ পরিবারের মহালক্ষ্মী পুজোকে কেন্দ্র করে প্রস্তুতি তুঙ্গে কোচবিহার মদনমোহন বাড়িতে৷ মদনমোহন বাড়ির কাঠামিয়া মন্দিরে আজ শনিবার পণ্ডিতদের দেওয়া বিধান মেনে ঠিক সন্ধে ৬টা ৪০ মিনিটে পুজোয় বসবেন রাজ পুরোহিত হীরেন্দ্রনাথ ভট্টাচার্য৷ রাজ আমলের রীতি মেনে আজও কোচবিহার রাজবাড়িতে মহালক্ষ্মীর পুজো হয়ে আসছে৷ দেবীমূর্তি তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে৷ এবারেও মহালক্ষ্মী মূর্তি তৈরি করছেন প্রভাত চিত্রকার৷
কোচবিহার দেবোত্তর ট্রাস্ট বোর্ডের সদস্য তথা কোচবিহার সদর মহকুমা শাসক অরুন্ধতী দে বলেন, নিয়ম মেনে এবারেও মহালক্ষ্মীর পুজো হবে মদনমোহন বাড়িতে৷ আয়োজনে কোনও খামতি রাখা হচ্ছে না৷ কোচবিহার দেবোত্তর ট্রাস্ট বোর্ড জানিয়েছে, দেবী মহালক্ষ্মী চতুর্ভুজা৷ মূর্তির চারদিকে চারটি হাতি দাঁড়িয়ে৷ বাহন প্যাঁচাও থাকবে মূর্তিতে৷ পুজোয় বলি দেওয়া হবে কবুতর৷ বলি দিয়ে মহালক্ষ্মী পুজো রাজ আমল থেকেই হয়ে আসছে৷
রাজ পরিবারের মহালক্ষ্মী পুজোর পর অঞ্জলি দিতে ভিড় করেন সাধারণ মানুষ৷ বহু মানুষ ভোগ দিয়ে যান পুজোয়৷ এবারেও তার অন্যথা হবে না৷ কোচবিহার দেবোত্তর ট্রাস্ট বোর্ডের এক কর্মী বলেন, পুজোর প্রস্তুতি প্রায় শেষ৷ কিছু কাজ বাকি রয়েছে৷ সেগুলি আজ শনিবার দুপুরের মধ্যে হয়ে যাবে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement