Advertisement
Advertisement

Breaking News

BSF

সীমান্তে গরু পাচারকারীদের দৌরাত্ম্য, কোচবিহারে বিএসএফের গুলিতে নিহত ২ বাংলাদেশি

পাচারকারীরা জওয়ানদের বাধা দিলে আত্মরক্ষার্থে গুলি চালায় বিএসএফ।

Cooch Behar: 2 cattle smugglers from Bangladesh shot dead by BSF while trying to tresspass | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sucheta Sengupta
  • Posted:August 29, 2021 2:00 pm
  • Updated:August 29, 2021 2:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বাংলাদেশ (Bangladesh) সীমান্তে গরু পাচারকারীদের দৌরাত্ম্য। কোচবিহারের (Cooch Behar) চ্যাংড়াবান্ধায় বিএসএফের (BSF) গুলিতে মৃত্যু হল ২ বাংলাদেশি পাচারকারীর। জখম দুই বিএসএফ জওয়ানও। বিএসএফ সূত্রে খবর, মৃতদের শনাক্ত করা গিয়েছে। তাদের নাম ইউনুস আলি ও মহম্মদ সাগর। রবিবার সকালে এই ঘটনা ঘটেছে। দু’জনের দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। ঘটনার তদন্ত শুরু করেছে বিএসএফ।

Advertisement

BSF সূত্রে খবর, শনিবার গভীর রাতে মেখলিগঞ্জের চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে গরু পাচারের জন্য জমায়েত হয়েছিলেন ২ জন। গোপন সূত্রে বিএসএফের কাছে খবর ছিল। তাই ওই সীমান্তে নজরদারি আরও বাড়িয়েছিলেন জওয়ানরা। গভীর রাতে দেখা যায়, চ্যাংড়াবান্ধার ধরলা নদী সংলগ্ন খোলা সীমান্ত দিয়ে একদল বাংলাদেশি চোরাপথে ভারতে ঢোকার চেষ্টা করছে। অভিযোগ, অনুপ্রবেশের বিষয়টি টের পেয়ে প্রহরারত বিএসএফ জওয়ানরা বাধা দিলে ওই বাংলাদেশিরা বিএসএফ জওয়ানদের ঘিরে ফেলে তাদের উপর হামলা চালানোর চেষ্টা করে। এতে দুই বিএসএফ জওয়ান জখম হন। পরে বিএসএফের পালটা গুলিতে ২ পাচারকারীর (Cattle smugglers) মৃত্যু হয়।

[আরও পড়ুন: বন্দুক উঁচিয়ে ধাবায় তোলাবাজির চেষ্টা, গ্রেপ্তার মেদিনীপুরের ‘ত্রাস’ মোটা রাজা]

জানা গিয়েছে, মৃত ইউনুস আলি ও মহম্মদ সাগর বাংলাদেশের পাটগ্রামের বাসিন্দা। বিএসএফের যুক্তি, অনুপ্রবেশ ঠেকাতে গিয়ে জওয়ানরা পাচারকারীদের দ্বারা আক্রান্ত হয়েছেন। তাতে ২ জওয়ান আহত হন। তাই আত্মরক্ষার্থেই তাঁরা গুলি চালিয়েছেন। রবিবার সাতসকালে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্কের পরিবেশ। খবর পেয়ে পুলিশ এবং বিএসএফ কর্তারা ঘটনাস্থলে যান। তাঁরা জানিয়েছেন, ঘটনার তদন্তে শুরু হয়েছে। এমনিতেই ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকাগুলিতে পাচারের মতো অপরাধ বরাবরের। ইদানিং সীমান্তে বিএসএফের নজরদারি বেড়ে যাওয়ায় অনুপ্রবেশ, পাচারের মতো ঘটনা দ্রুত রুখে দেওয়া সম্ভব। শনিবার গভীর রাতে চ্যাংড়াবান্ধার ঘটনাও সেটাই প্রমাণ করল।

[আরও পড়ুন: দেগঙ্গার পর মুর্শিদাবাদের সুতি, ফের ওঝার ঝাঁড়ফুকে মৃত্যু সাপের ছোবল খাওয়া গৃহবধূর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement