ফাইল ছবি।
অর্ণব দাস, বারাসত: দুর্ঘটনার কবলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের (Santanu Thakur) কনভয়। শনিবার বিকেলের পর দুর্ঘটনাটি ঘটে অশোকনগর থানার মানিকতলা সংলগ্ন যশোর রোডে (Jessore Road)। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কনভয়ের (Convoy) পিছনের একটি গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক। দুর্ঘটনায় কোনো হতাহতের খবর নেই। তবে ট্রাকটি তাঁর কনভয়ের পিছনে ধাওয়া করছিল বলে অভিযোগ তুলেছেন শান্তনু ঠাকুর। যদিও এদিন সন্ধে পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে দিল্লি (Delhi) থেকে বিমানে দমদম বিমানবন্দরে (Dumdum Airport) নেমে ঠাকুরনগরের বাড়িতে ফিরছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। যশোর রোড ধরে যাওয়ার সময় অশোকনগরের মানিকতলা এলাকায় যানজটের কারণে তাঁর কনভয় দাঁড়িয়েছিল। অভিযোগ, সেই সময় কনভয়ের পিছনে থাকা একটি গাড়ির পিছনে ধাক্কা মারে একটি ট্রাক। যদিও হতাহতের কোনও খবর নেই। ক্ষয়ক্ষতিও তেমন হয়নি বলেই খবর।
দুর্ঘটনার জেরে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থল থেকেই অশোকনগর থানায় (Ashoknagar PS) ফোন করেন শান্তনু ঠাকুর। এই প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলেন, ”গুমা থেকে ট্রাকটি আমার কনভয়কে ধাওয়া করছিল। শেষে অশোকনগরের মানিকতলা এলাকায় এসে কনভয়ের পিছনের গাড়িকে ধাক্কা মারে। কেন ট্রাকটি ধাওয়া করছিল, চালকের কী উদ্দেশ্য ছিল, সেসব পুলিশকে খতিয়ে দেখতে বলেছি।” অর্থাৎ ষড়যন্ত্রের অভিযোগ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। পরে অবশ্য নিরাপদে তিনি পৌঁছে যান বনগাঁয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.