Advertisement
Advertisement

Breaking News

Udayan Guha

‘তৃণমূল নেতারাই ক্ষতি করছে দলের’, এবার বেসুরো উদয়ন গুহ, তুঙ্গে দলবদলের জল্পনা

পদ্মশিবিরে যোগদানের প্রস্তাব দেওয়া হয়েছে তাঁকেও, দাবি বিধায়কের।

Controversy started over Udayan Guha's Comment | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 6, 2020 8:38 pm
  • Updated:December 6, 2020 8:38 pm  

বিক্রম রায়, কোচবিহার: এবার দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ (Udayan Guha)। তৃণমূল ছেড়ে ক্রমাগত বিজেপি যোগের জন্য দলের একাংশকেই দায়ী করলেন তিনি। সভায় দাঁড়িয়ে জানালেন, পদ্মশিবির যোগের অফার রয়েছে তাঁর কাছেও।

রবিবার কোচবিহারের দিনহাটায় বড়শাকদলে তৃণমূলের একটি সভায় যোগ দিয়েছিলেন উদয়ন গুহ।সেখানে লাগাতার দলবদল প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে দলের নেতা-কর্মীদের নিশানা করেন তিনি। বলেন, “তৃণমূলের লোকেরাই দলের ক্ষতি করছেন। তাঁদের একাংশের উপর ক্ষোভ থেকেই দলত্যাগের ঘটনা ঘটছে।” যদিও এই দলবদল কোচবিহার তৃণমূলে অন্তত প্রভাব ফেলতে পারবে না বলেই দাবি বিধায়কের। তাঁর কথায়, “দল ছেড়ে যে-ই যাক না কেন, যেখানেই যাক না কেন, কোচবিহারে তৃণমূলের কেউ ক্ষতি করতে পারবে না।” তাঁর কথায়, দলত্যাগে নয়, দলে থেকেই দলের ক্ষতি করার সুযোগ বেশি! এদিনের সভায় কারা অনুপস্থিত তাঁদের চিহ্নিত করার কথাও বলেন তিনি। সরাসরি স্থানীয় তৃণমূল নেতত্বকে আক্রমণ করে বলেন, “গত ১০দিন কলকাতায় ছিলাম, এখানে তৃণমূল কর্মীরা রটিয়েছে উদয়ন গুহ বিজেপিতে যেতে পারে। এমনও হতে পারে, উদয়ন গুহ টিকিট পাবে না, তাঁকে কোচবিহার দক্ষিণে দিতে পারে, তাই ধরাধরি করতে গিয়েছে, টাকাপয়সা দিতে গিয়েছে, যাতে দিনহাটায় পেতে পারে।”

Advertisement

[আরও পড়ুন: ‘বাংলার কৃষককে ভুল বুঝিয়ে লাভ নেই, তাঁরা মোদিজির সঙ্গেই আছেন’, তৃণমূলকে কটাক্ষ লকেটের]

এদিন সভায় দাঁড়িয়ে জানান, তাঁর কাছে বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব এসেছে। দলের নেতা-কর্মীদের প্রতি ক্ষোভ প্রকাশের পর বিজেপির অফারের প্রসঙ্গ, তবে কী এটাই উদয়ন গুহর দল ছাড়ার ইঙ্গিত? এপ্রসঙ্গে বিধায়ক সাফ কথা, “আমি তৃণমূলের আদর্শ দেখে দলে আসিনি। আমি এসেছি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) দেখে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় কোনওদিন বিজেপিতে গেলে আমিও যাব নাহলে নয়!”

[আরও পড়ুন: ‘অপমান হচ্ছিল আগে বললেন না কেন?’, নাম না করে বেসুরো নেতামন্ত্রীদের তোপ ফিরহাদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement