Advertisement
Advertisement
BJP

বিজেপি সাংসদের জিভ ছিঁড়ে নেওয়ার নিদান! উদয়নের পর বেফাঁস আরও এক TMC বিধায়ক

মন্তব্যের তীব্র নিন্দা করেছে বিরোধীরা।

Controversy started over TMC MLA's comment on Khagen Murmu | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:November 21, 2023 4:33 pm
  • Updated:November 21, 2023 4:41 pm  

বাবুল হক, মালদহ: উদয়ন গুহর পর এবার আবদুর রহিম বক্সি (Abdur Rahim Boxi)। এবার বিজেপি সাংসদের জিভ টেনে ছিড়ে নেওয়ার নিদান দিলেন তৃণমূল বিধায়ক। মন্তব্যকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল এলাকায়। মন্তব্যের তীব্র নিন্দা করেছে বিরোধীরা।

বিষয়টা ঠিক কী? এদিন মালদহের বামনগোলায় পথসভা করেন তৃণমূল। ছিলেন বিধায়ক আবদুর রহিম বক্সি। সেখান থেকেই  বিজেপি সাংসদ খগেন মুর্মুকে একহাত নেন তৃণমূল বিধায়ক। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যে প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, “যে মুখ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মিথ্যাচার করছেন। যে মুখ দিয়ে মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করছেন, সেই মুখ থেকে জিভ টেনে বের করে মানুষ প্রমাণ করে দেবে তাঁরা আপনাদের সঙ্গে নেই।” সেই সঙ্গে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, কেন্দ্র বঞ্চনা করুন, বিজেপি সাংসদ, বিধায়ক বাধা দিক, যাই হয়ে যাক না কেন, রাস্তা হবেই।

Advertisement

[আরও পড়ুন: লাইনে দাঁড়িয়েও অমিল রেশন! দুর্নীতির মাঝে গ্রাহক হয়রানিতে সরগরম পানিহাটি]

প্রসঙ্গত, কাঁচা, এবড়োখেবড়ো রাস্তায় অ্যাম্বুল্যান্স ঢুকতে পারেনি। বাধ্য হয়ে খাটিয়ায় শুইয়ে মালদহের বামগোলার অসুস্থ তরুণীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। সেই ঘটনার জল গড়িয়েছিল অনেকদূর। এদিন মৃতের বাড়িতে যান বিধায়ক আবদুর রহিম বক্সি। সেখান থেকে বেরিয়ে পথসভায় যোগ দিয়েই বিতর্কিত এই মন্তব্য করেন তিনি।

[আরও পড়ুন: পরপর দুবার হামলা, এবার প্রাণহানি, দুষ্কৃতীদের ‘টার্গেটে’ই ছিলেন কোলাঘাটের স্বর্ণ ব্যবসায়ী]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement