Advertisement
Advertisement
tmc

‘পুলিশের হাত-পা খুলে দিন, সন্ত্রাস বন্ধ করুন’, মুখ্যমন্ত্রীকে আরজি ইসলামপুরের বিধায়কের

বিধায়কের মন্তব্যে বিতর্কে।

Controversy started over TMC MLA Abdul Karim Xhowdhury's comment | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 13, 2023 8:26 pm
  • Updated:March 13, 2023 8:26 pm

শংকরকুমার রায়, রায়গঞ্জ: ফের বিতর্কে ইসলামপুরের (Islampur) তৃণমূল বিধায়ক আবদুল করিম চৌধুরী। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে রাজ্যকে শান্ত করার আরজি জানালেন তিনি। বললেন, “আপনি পুলিশের হাত-পা খুলে দিন। সন্ত্রাসের বিরুদ্ধে পদক্ষেপ করুন। এভাবে চলতে পারে না।” দলের বিধায়কের এহেন মন্তব্যের সমালোচনা করেছেন অনেকেই। কেউ কেউ আবার ইঙ্গিত পাচ্ছেন দলবদলের।

সিভিক ভলান্টিয়র খুনের ঘটনায় গত কয়েকদিন ধরেই উত্তপ্ত ইসলামপুর। সেই মৃত্যুর প্রতিবাদ ও অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবিতে সোমবার বিকেলে ইসলামপুরে মৌন মিছিল করেন বিধায়ক আবদুল করিম চৌধুরী। মিছিল শেষে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্দেশ্য করে তিনি বলেন, “মমতাদি আপনি অনেক সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করেছেন। এবার আপনি পুলিশের হাত-পা খুলে দিন। আপনাকে এগুলো শোভা পায় না।” বিধায়ক আরও বলেন, “একটা ছেলে মারা গেল, আপনি কোনও ব্যবস্থা করলেন না।”

Advertisement

[আরও পড়ুন: ষড়যন্ত্র করে পুরনো ছবি পোস্টের অভিযোগ, দেবশ্রী রায়কে আইনি নোটিস শোভন চট্টোপাধ্যায়ের]

এদিন ব্লক সভাপতি জাকির হোসেনকেও নিশান করেন আবদুল করিম চৌধুরী। মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, “আমি বহুবার বলেছি জাকির হোসেন সন্ত্রাসবাদী। কেউ আমার কথা শোনেনি। পুলিশও কোনও কথা শোনেনি।” প্রকাশ্যে মুখ্যমন্ত্রীকে এভাবে আক্রমণ মোটেই ভালভাবে নেননি কেউ। এ প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল বলেন, “একটা ঘটনা ঘটেছে। পুলিশ ব্যবস্থা নিয়েছে। কিন্তু উনি বারবার দলকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন।” এবিষয়ে এসপি জানান, “ইতিমধ্যেই খুনের ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের জেরা করে তদন্ত চালানো হচ্ছে।”

[আরও পড়ুন: মানবিকতার নজির, হিন্দু প্রতিবেশীর সৎকারের পর কাছা পরে নিয়ম পালন মুসলিম যুবকের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement